রাজ্য

নির্বাচনের আগে বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

রাতভর নিখোঁজ থাকার পর বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। আত্মহত্যা? নির্বাচনের আগে রাজনৈতিক খুন? তদন্তে পুলিশ৷

অবশেষে এলেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী, অকপটে দিলেন ভাইরাল ভিডিওর জবাব

Bengal Live কোচবিহারঃ বিজেপির শহর মন্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দিনহাটাতে। বুধবার সকালে দিনহাটা শহরের ডাকবাংলো পাড়ায় পশু হাসপাতালের বারান্দায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিজেপি নেতার । দিনহাটা থানার পুলিশ জানায় মৃতের নাম অমিত সরকার। বিজেপির অভিযোগ, নেতাকে খুন করার পর দুষ্কৃতীরা ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। খবর পেয়ে দলীয় নেতা কর্মীরা ছুটে আসে ঘটনাস্থলে। খবর পেয়ে এলাকায় ছুটে আসে দিনহাটা থানার পুলিশও।

জানা গেছে, অমিত সরকার এলাকার একজন সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। দিনহাটা বিধানসভাতে তিনি দলের প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারের প্রথম সাড়িতে ছিলেন। গত রাতেও দলীয় মিটিং সেরে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। তবে মৃতের পরিবার জানিয়েছে, অনেক রাত হয়ে গেলেও অমিত বাড়ি ফেরেন নি। এরপরেই শুরু হয় খোঁজ। দলীয় সতীর্থদের সাথে যোগাযোগ করা হয় পরিবারের পক্ষ থেকে। তবে রাত কেটে গেলেও অমিতের কোনও খোঁজ মেলেনি।

কালিয়াগঞ্জে গণ ইস্তফা বিজেপি কার্যকর্তাদের

বুধবার সকালে অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধারের খবর মেলে। দিনহাটার বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত বলেন, পা মেঝেতে লেগে রয়েছে। আত্মহত্যা কোনও ভাবেই হতে পারে না। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই খুনের ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ তাঁর৷ এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের পালটা অভিযোগ, বিজেপি খুনের রাজনীতি শুরু করেছে। এই ঘটনার সাথে কোনও যোগ নেই তৃণমূল কংগ্রেসের।

Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button