আগামী সোমবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ জারি থাকবে গৌড়বঙ্গের তিন জেলায়৷
Bengal Live রায়গঞ্জ: চলতি সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা উত্তর-দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় তীব্র তাপপ্রবাহ জারি থাকবে। শনিবার উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও গৌড়বঙ্গের তিন জেলায় পরিস্থিতির পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া দপ্তর।
এদিকে উত্তর-দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়্গ্রাম, নদীয়া সহ একাধিক জেলায় জারি থাকবে তাপপ্রবাহ।