কোচবিহার থেকে মালদা, উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ উত্তরবঙ্গে
বৃহস্পতিবার বিকেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে পর্ষদ।শুক্রবার থেকে শুরু হয়েছে মার্কশিট বিতরণ। এর পর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ অবস্থানে সামিল ফলাফলে অখুশি পড়ুয়ারা।
Bengal Live ডেস্কঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় গতকালই উত্তর দিনাজপুর জেলার চোপড়া ও চাকুলিয়ায় বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা।এদিন সন্তোষজনক নম্বর না পাওয়ায় দিনহাটার বামনহাট উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, তাদের ভবিষ্যত নিয়ে স্কুল কতৃপক্ষ একেবারেই সজাগ নন। স্কুল কর্তৃপক্ষ অ্যাসাইনমেন্টের নম্বর কম করে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা।
একই সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রীদের অবিলম্বে পাস করানোর দাবিতে শিলিগুড়ি পানিট্যাঙ্কি মোড়ের রামকৃষ্ণ সারদামনি বিদ্যাপীঠের সামনে পথ অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখাল ছাত্রীরা।ছাত্রীদের দাবি প্রাক্টিক্যাল পরীক্ষায় স্কুল থেকে কম নাম্বার দেওয়ার কারণেই তাদের এই ফলাফল।এই ঘটনার খবর পেয়ে ছাত্রীদের সাথে কথা বলতে আসেন স্কুলের প্রধান শিক্ষিকা বনানী চক্রবর্তী।তবে প্রধান শিক্ষিকার দাবি মানতে নারাজ বিক্ষোভরত ছাত্রীরা।দীর্ঘক্ষণ বিক্ষোভের জেরে রাস্তায় যানজট সৃষ্টি হলে ঘটনাস্থলে আসে পানিট্যাঙ্কি ফাঁড়ি থানার পুলিশ।
পাশাপাশি কেউ অকৃতকার্য না হলেও নম্বর কম পাওয়ার অভিযোগ তুলে স্কুলের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জের হাতিয়া হাইস্কুলের পড়ুয়ারা। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।
এছাড়াও যথাযোগ্য নম্বর না পাওয়া ও প্রায় অর্ধেক ছাত্রীই ফেল এর প্রতিবাদে বিক্ষোভে সামিল মালদা জেলার হবিবপুর থানার বুলবুলচন্ডী আর এন্ড রায় গার্লস হাই স্কুলের ছাত্রীরা। এর জেরে শনিবার মালদা বুলবুলচন্ডী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে দেখান তারা। মোট ১৮৪ জন ছাত্রীর মধ্যে মাত্র ৩৫ জনকে পাস করানো হয়েছেবলে জানান স্কুল ছাত্রী ও অভিভাবকরা। যারা পাশ করেছে তাদের প্রাপ্ত নম্বরও কম দেওয়া হয়েছে বলে অভিযোগ।