রাজ্য

পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণ মদ, গ্রেপ্তার ভিন রাজ্যের তিন

প্রসঙ্গত,বুধবার দিনই ফুলবাড়ি টোল এলাকায় হানা দিয়ে ৭১৩ কার্টুন মদ উদ্ধার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।

 

 

Bengal Live কোচবিহারঃ আন্তরাজ্য মদ পাচার চক্রের হদিশ পেল কোচবিহার পুলিশ। কার্যত লকডাউন পরিস্থিতিতে প্রচুর পরিমান মদ সহ গ্রেপ্তার হন তিন ভিনরাজ্যের অভিযুক্ত। পুলিশের চোখ এড়াতে বাঁশ বোঝাই করে রাখা হয়েছিল লড়িতে। বাঁশের বোঝাই এর নিচে রাখা ছিল সাড়ে তিনশো কার্টুন মদ। পুলিশ জানায় এই মদ অসম থেকে বিহার যাওয়ার ছক কষেছিল অভিযুক্তরা।

মাথাভাঙ্গা থানার পুলিশ অভিযান চালিয়ে কলেজ মোড়ের কাছে গত রাতে এই ট্রাকটিকে আটক করে। ট্রাক থেকে সাড়ে তিনশ কার্টুন বিদেশি মদ উদ্ধার করা হয় । ঘটনায় গ্রেপ্তার হন চালক সহ তিন জন। সাদিক হোসেন নামে চালক তিনি উত্তরাখন্ডের বাসিন্দা। এছাড়াও গাড়িতে ছিলেন হায়দার আলি ও মজিদুল শেখ। তারা উত্তরপ্রদেশের রামপুরের ও অপরজন অসমের তেজপুরের বাসিন্দা। পুলিশ সাড়ে তিনশ কার্টুন থেকে ১১ হাজার ২৪৪ টি মদের বোতল উদ্ধার করেছে। যার বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।

Related News

Back to top button