রাজ্য

বাংলা থেকে অনেক পেয়েছি, কিছুই দিতে পারিনি- বালুরঘাটে পৌঁছেই মন্তব্য অশোক লাহিড়ীর

অবিভক্ত দিনাজপুরের রায়গঞ্জেই ছিল অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ীর মামা বাড়ি। বহিরাগত তত্ত্বকে খারিজ করতে এমনই তথ্য সামনে আনলেন তিনি।

 

Bengal Live বালুরঘাটঃ প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই জেলা বিজেপি নেতৃত্বের একাংশের প্রশ্ন ছিল কে অশোক লাহিড়ী? তিনি কী বালুরঘাটেরই বাসিন্দা? এমনই অনেক প্রশ্ন থাকলেও উত্তর জানা ছিল না অনেকেরই। তাই বাধ্য হয়েই গুগলের সাহায্য নেন অনেকে। আর জোরালো হয় বহিরাগত তত্ত্ব। সেই আঁচ হয়ত পেয়েছিলেন স্বয়ং প্রার্থী নিজেও। তাই বুধবার নিজের কেন্দ্রে পৌঁছতেই তিনি জানিয়ে দিলেন, অবিভক্ত দিনাজপুরের রায়গঞ্জেই ছিল তাঁর মামা বাড়ি। কলকাতায় রয়েছে তাঁর বাড়িও। তাই সেই অর্থে বহিরাগত নন তিনি।

কালিয়াগঞ্জে বিজেপি নেতৃত্বের গাড়িতে হামলা, মারধর, গাড়ি ভাঙচুর, খোঁজ নেই প্রার্থীর

বুধবার বিজেপি প্রার্থী হিসেবে অশোক লাহিড়ী বালুরঘাটে এসেই শুরু করে দিলেন জনসংযোগ। এদিন সকালে বালুরঘাটে পৌঁছেই তিনি পুজো দেন বালুরঘাট চকভবানী কালীবাড়ীতে । এরপর রাস্তার পাশের দোকান থেকে চা খান এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। জেলার উন্নয়নে কী কী করা যেতে পারে তা খতিয়ে দেখার পাশাপাশি জোর দেবেন হিলি থেকে মেঘালয়, তুরা পর্যন্ত করিডর যাতে চালু হয় তার উপর বলে জানান তিনি।

বাংলায় পড়াশোনা, বাংলাতেই বেড়ে ওঠা বাংলা তাকে প্রচুর দিয়েছে কিন্তু তিনি বাংলা কিছু দিতে পারেননি, মূলত এই ভাবনা থেকেই রাজনীতিতে আসা। বাংলার জন্য কিছু করতে চান সেই জন্যই বিজেপির পদপ্রার্থী হচ্ছেন তিনি। এমনটাই জানান বালুরঘাটের বিজেপির প্রার্থী অশোক লাহিড়ী। আগামী দিনে বালুরঘাটের মানুষ যদি তাঁকে মেনে নেয়, তাহলে এখানেই থাকবেন আর যদি প্রত্যাখ্যান করেন তাহলে তিনি মাঝেমধ্যে বালুরঘাটে আসবেন বলেও এদিন মন্তব্য করেন অর্থনীতিবিদ অশোক লাহিড়ী।

“নো ব্রীজ নো ভোট”, রায়গঞ্জে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের

কলকাতায় জন্ম। এরপর হিন্দু স্কুল, প্রেসিডেন্সি কলেজে পড়াশুনা করার পর কাজের সূত্রে বাংলার বাইরে যান অশোক লাহিড়ী। বিশ্ব ব্যাঙ্ক ও আন্তর্জাতিক মুদ্রাভান্ডারের প্রাক্তন পরামর্শদাতা, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর, ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিনান্স এন্ড পলিসির ডিরেক্টর পদে ছিলেন অশোক লাহিড়ী। এছাড়াও বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান পদেও ছিলেন তিনি। পাশাপাশি প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন অশোক লাহিড়ী। এরপর মনমোহন সিংহ প্রধানমন্ত্রী থাকাকালীন প্রথম তিন বছর একই পদে বহাল ছিলেন তিনি৷ বর্তমানে তিনি পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য রয়েছেন।

 

Related News

Back to top button