রাজ্য

চাইল্ড ফ্রেণ্ডলি পোলিস পার্সোনেল অ্যাওয়ার্ড পেলেন ইটাহার থানার ওসি অভিজিৎ দত্ত

শিশু বান্ধব পুলিশ হিসেবে স্বীকৃতি পেলেন ইটাহার থানার ওসি অভিজিৎ দত্ত। পশ্চিমবঙ্গ রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন তাঁর হাতে তুলে দিল পোলিস ব্রেভারি অ্যাওয়ার্ড।

Bengal Live রায়গঞ্জঃ আঁধার পথের কানা গলিতে হারিয়ে যাওয়া শতাধিক মেয়েকে আলোর পথ দেখিয়েছেন সাব ইন্সপেক্টর অভিজিৎ দত্ত। বুধবার তাঁর এই ভাল কাজের স্বীকৃতি পেলেন অভিজিৎবাবু। অত্যন্ত সাহসিকতার সঙ্গে কর্তব্য পালনের জন্য আন্তর্জাতিক শিশু অধিকার দিবসে তাঁকে “পোলিস ব্রেভারি অ্যাওয়ার্ড-২০১৯” দিল পশ্চিমবঙ্গ রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। “শিশু বান্ধব পুলিশ পার্সোনেল” (চাইল্ড ফ্রেণ্ডলি পোলিস পার্সোনেল) অ্যাওয়ার্ড পেলেন ইটাহার থানার বর্তমান ওসি অভিজিৎ দত্ত।

পাচার হওয়া নাবালিকা উদ্ধার, বাল্য বিবাহ রোধ সহ এধরণের বিভিন্ন ক্ষেত্রে খুব ভাল কাজ করায় ইটাহার থানার ওসি অভিজিৎ দত্তকে এদিন পুরষ্কৃত করে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। তাঁকে বেস্ট চাইল্ড ফ্রেণ্ডলি পোলিস পার্সোনেল অ্যাওয়ার্ড দেওয়া হয়।

২০০৮ সালে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সাব ইনস্পেক্টর পদে প্রথম চাকরিতে যোগ দেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা অভিজিৎ দত্ত। এরপর জেলার একাধিক থানার দায়িত্ব সামলে ২০১৫ সালে গোয়ালপোখর থানার ওসি হিসেবে যোগ দেন অভিজিৎ দত্ত। এরপরেই শুরু হয় গোয়ালপোখর থানার অন্তর্গত পাঞ্জিপাড়ার যৌন পল্লীতে পুলিশ অফিসারের নিয়মিত অভিযান।

বিহার অসম থেকে পাচার হয়ে আসা একাধিক কিশোরীকে যৌন পল্লী থেকে উদ্ধার করেন অভিজিৎ দত্ত। জীবনের ঝুঁকি নিয়েই একের পর এক অপরেশন চালান গোয়ালপোখর থানার তৎকালীন অফিসার ইন চার্জ। পুলিশ সূত্রে জানা গেছে, বাল্য বিবাহ রোধ করেও একাধিক নজির গড়েন অভিজিৎ দত্ত।

এদিন পুরষ্কার পাওয়ার পর অভিজিৎ বাবু জানান, খুব ভাল লাগছে। কাজের উৎসাহ আরও বাড়িয়ে দিল এই স্বীকৃতি। এই ধরণের অপরাধ সমাজ থেকে মুছে দিতে লড়াই জারি থাকবে।

Related News

Back to top button