রাজ্য

বিজেপি কর্মী মৃত্যু মামলায় সিবিআই তদন্তের দাবি কৈলাশের

এদিন সকাল থেকেই উত্তরবঙ্গ জুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি। পথ অবরোধ, বিক্ষোভ মিছিল করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে বিজেপি নেতা কর্মীরা।

দিনহাটায় উদ্ধার বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ, রায়গঞ্জে অবরোধ ও বিক্ষোভ

Bengal Live কোচবিহারঃ দিনহাটায় বিজেপি নেতার রহস্যমৃত্যু মামলায় সিবিআই তদন্ত চায় বিজেপি। বৃহস্পতিবার কোচবিহারে এসে এমনটাই জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। এদিন কোচবিহারে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস জড়িত আছে বলে অভিযোগ তোলেন কৈলাশ বিজয়বর্গীয়। পাশাপাশি তৃণমূলের সন্ত্রাসের পেছনে পুলিশের একটা অংশের মদত রয়েছে বলে অভিযোগ তোলেন কৈলাশ। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন তিনি বলে জানিয়েছেন।

বুধবার দিনহাটায় মন্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এরপর থেকেই ওই নেতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলা হয় বিজেপির পক্ষ থেকে। এদিন উত্তরবঙ্গ জুড়ে এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামেন বিজেপি নেতৃত্ব। রায়গঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিজেপির নেতা কর্মীরা।

বাংলা থেকে অনেক পেয়েছি, কিছুই দিতে পারিনি- বালুরঘাটে পৌঁছেই মন্তব্য অশোক লাহিড়ীর

এদিকে বৃহস্পতিবার মৃতের পরিবারের সাথে দেখা করতে কোচবিহারে পৌঁছান কৈলাশ বিজয়বর্গীয়, দীনেশ ত্রিবেদী। অমিত সরকারকে শেষ শ্রদ্ধা জানান নেতৃত্ব। এরপর মৃতের পরিবারের সাথেও দেখা করেন কেন্দ্রীয় দল। কৈলাশ বিজয়বর্গীয় বলেন, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরাই অমিত সরকারকে হত্যা করেছে। পুলিশের একটা অংশের মদত রয়েছে। তাই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে৷ দোষীদের গ্রেপ্তারের দাবি সিবিআই তদন্তের দাবি জানান তিনি।

বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী বলেন, খেলা হবে ভয়ংকর খেলা হবে বলছে তৃণমূল কংগ্রেস। এটাই কি সেই খেলার নমুনা? দিনহাটার ঘটনাতে নিরপেক্ষ তদন্ত হলে স্পষ্ট হবে সব৷

নির্বাচনের আগে বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Related News

Back to top button