রাজ্য

পুলিশের জালে মহিলা মাদক কারবারি

গোপন সূত্রে খবর পেয়ে রথবাড়ি এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুই জনের মধ্যে একজন মহিলাও রয়েছেন বলে খবর।

কোভিড পজিটিভ শুভেন্দু অধিকারী, রাজ্যে মৃত ৪৬০৬ করোনা আক্রান্ত রোগী

Bengal Live মালদাঃ প্রচুর পরিমান গাঁজা সমেত এক মহিলা সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকা থেকে ২ কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের একজন ছট্টু খান (২২)। তার বাড়ি জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার মজদুর বস্তি এলাকায়। অপর জনের নাম,আহেদি বিবি সেখ (৪২)। তার বাড়ি বর্ধমান জেলার কাটোয়া থানার পাহাড়পুর কলোনি এলাকায়।

করোনায় নক্ষত্র পতন, প্রয়াত সঙ্গীত শিল্পী এস পি বালাসুব্রহ্মন্যম

ধৃতদের কাছ থেকে পুলিশ ৫ টি গাঁজার প্যাকেট উদ্ধার করেছে। উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ১৭ কেজি। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। ইংরেজ বাজার থানা সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ট্রেনে চেপে মালদায় এসেছিল এবং রথবাড়ি থেকে বাসে বর্ধমানের উদ্দেশ্যে রওনা হওয়ার পরিকল্পনা ছিল। অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার মালদা জেলা আদালতে ধৃতদের পেশ করে ইংরেজ বাজার থানার পুলিশ।

Related News

Back to top button