রাজ্য

জোটের শর্তে কালিয়াগঞ্জে কংগ্রেস প্রার্থীর হয়েই প্রচারে নামবেন বাম নেতৃত্ব

শেষ পর্যন্ত জোটের সিদ্ধান্তই ঘোষণা করল কংগ্রেস ও বামফ্রন্ট। কালিয়াগঞ্জ উপনির্বাচনে বামের কোনও প্রার্থী থাকবে না। কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করে প্রচার চালাবে বামফ্রন্ট।

Bengal Live রায়গঞ্জঃ কালিয়াগঞ্জ উপনির্বাচনে জোট করেই ভোটের ময়দানে নামছে কংগ্রেস ও বামফ্রন্ট৷ বুধবার কলকাতায় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু যৌথ সাংবাদিক বৈঠক করে দ্ব্যর্থহীন ভাষায় একথা জানিয়ে দিয়েছেন। শুধু আসন সমঝোতাই নয়, কংগ্রেস প্রার্থীর হয়ে জোট বেঁধে প্রচারেও নামবে বামফ্রন্ট। দুই দলের রাজ্য নেতৃত্বই এ কথা স্পষ্ট ঘোষণা করে জানিয়েছেন।

জোট নিয়ে রাজ্যস্তরে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগেই অবশ্য কালিয়াগঞ্জ উপনির্বাচনে কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল। প্রয়াত বিধায়ক প্রমথনাথ রায়ের মেয়ে ধীতশ্রী রায়কে প্রার্থী করেছে কংগ্রেস। তাঁর নামে সোশ্যাল মিডিয়ায় প্রচারও শুরু করে দিয়েছিলেন অতি উৎসাহী কংগ্রেস কর্মী ও সমর্থকরা। জেলা স্তরে কংগ্রেসের তরফে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তও প্রকাশ্যে আগেই জানিয়ে দিয়েছিলেন, কালিয়াগঞ্জে এবার তাঁরা বামফ্রন্টের সঙ্গে জোট করেই লড়তে চান।

আরও পড়ুন নভেম্বরেই কালিয়াগঞ্জে বিধানসভা উপ-নির্বাচন, তোড়জোড় রাজনৈতিক মহলে

শুধু অপেক্ষা ছিল বামফ্রন্টের সবুজ সঙ্কেতের। বুধবার বামফ্রন্টের তরফে সেই সবুজ সঙ্কেত মিলতেই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান জোট বেঁধে লড়াইয়ের কথা ঘোষণা করেন। ফলে উপনির্বাচনে যদি বাম-কংগ্রেস জোটের প্রার্থী জেতেন তাহলে আগামী ২৮ নভেম্বর ফল ঘোষণার দিন লাল-সবুজ আবিরই উড়বে কালিয়াগঞ্জে।

আগামী ২৫ নভেম্বর রাজ্যের করিমপুর ও খরগপুর সদর বিধানসভা আসনের সাথে কালিয়াগঞ্জেও হতে চলেছে উপনির্বাচন। উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই তোড়জোড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি এখনও প্রার্থী নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।

বিজেপির জেলা সভাপতি নির্মল দাম জানিয়েছেন, উপনির্বাচনের জন্য জেলা থেকে বেশ কয়েকজনের নাম রাজ্যের কাছে পাঠানো হয়েছে। রাজ্য নেতৃত্বই সবদিক বিচার করে প্রার্থীর নাম ঘোষণা করবেন। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। প্রার্থী চূড়ান্ত করতে জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীও। চলতি সপ্তাহের মধ্যেই রাজ্য ও কেন্দ্রের দুই শাসক দল নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীরই অ্যাকশন রিপ্লে করে দেখাচ্ছেন রাজ্যপাল, কটাক্ষ সিপিএম নেতা সেলিমের

Related News

Back to top button