ঘন কুয়াশার জেরে গাড়ি দুর্ঘটনা, মৃত দুই
সোমবার সন্ধ্যা থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় শহর। দৃশ্যমানতা কমে যায় জাতীয় সড়কে৷ রাত যতই বাড়তে থাকে, কুয়াশার দাপট ততই বেড়ে চলে। বিপর্যস্ত হয় যান চলাচল।
Bengal Live মালদাঃ ট্রাক ও মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত দুই, আহত এক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৭টা নাগাদ, মালদা থানার নারায়ণপুর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। জানা গিয়েছে, মৃত এবং আহতরা কাপড় ব্যবসায়ী। বন্ধের কারণে দক্ষিণ দিনাজপুর থেকে তাঁরা একটি মারুতি গাড়িতে করে মালদার কালিয়াচকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
ঘন কুয়াশার কারণে ৩৪ নম্বর জাতীয় সড়কের নারায়ণপুর এলাকায় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এরপর তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের চিকিৎসা শুরুর পর আরেকজনের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কাপড় ব্যবসায়ীর নাম মাইনুল সেখ (৪০) এবং ভুট্টু সেখ(৩৮)।
চিকিৎসাধীন রয়েছেন ইসলাম সেখ(২৭)। মৃত ও আহতদের বাড়ি কালিয়াচক থানার জালালপুর ফতেপুর এলাকায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।