রাজ্য

আচমকাই ভেঙে পড়ল বর্ধমান রেল স্টেশনের একাংশ

রাত আটটা নাগাদ বিকট শব্দ করে ভেঙে পড়ে বর্ধমান রেল স্টেশনের একাংশ৷ ব্যস্ততম সময়ে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ।

Bengal Live ওয়েব ডেস্কঃ আচমকাই ভেঙে পড়ল বর্ধমান রেল স্টেশনের বেশ কিছুটা অংশ। টিকিট কাউন্টার ও স্টেশনের প্রবেশদ্বারের মূল অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় জখম বেশ কয়েকজন৷ শনিবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটবার পরেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে। আহত দুইজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

এদিকে বিপর্যয়ের পরেই তড়িঘড়ি স্টেশনে পৌঁছায় দমকল, পুলিশ, রেলের উচ্চপদস্থ আধিকারিক ও জিআরপিএফ। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অংশ ভেঙে পড়েছে তা স্টেশনের বাইরের এলাকা। ফলে রেল চলাচল করবে স্বাভাবিক। যাত্রীদের স্টেশনে প্রবেশের জন্য পৃথক রাস্তার বন্দবস্ত করা হচ্ছে।

ঘটনার সময় স্টেশনে উপস্থিত যাত্রীরা জানান, ভেঙে পড়ার আগে বিকট শব্দ হয়৷ এবং জানালার কাঁচ ভেঙে পড়তে শুরু করে। সেই দেখেই যাত্রীদের মধ্যে প্রথমে আতঙ্ক ছড়ায় এবং তাঁরা স্টেশন থেকে বেরিয়ে আসতে শুরু করেন। এরপর আচমকাই বেশ খানিকটা অংশ ভেঙে পড়ে।

এদিকে এই বিপত্তির পরেই পূর্ব রেলের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত তদন্তের রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। খোলা হয়েছে হেল্প লাইন নম্বরও। রেলের তরফে হেল্পলাইন চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরঃ — 033-26411661 ।

দেখুন লাইভ ভিডিও।

Related News

Back to top button