সুষ্ঠ জল নিকাশি ব্যবস্থা বহাল রাখতে তৎপর মালদা জেলা প্রশাসন
অল্প বৃষ্টিতেই জমছে জল। সমস্যার মধ্যে লক্ষাধিক মানুষ। নিকাশি ব্যবস্থা ঠিক করতে তাই উদ্যোগ গ্রহণ প্রশাসনের।
Bengal Live মালদাঃ জল নিকাশি সমস্যার সমাধানে উদ্যোগী হল মালদা জেলা প্রশাসন। উপযুক্ত নিকাশি ব্যবস্থার অভাবে বেশ কিছুদিন ধরে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে মালদা শহরসহ তৎসংলগ্ন গ্রামাঞ্চল। গ্রামাঞ্চলের কৃষি জমি কেটে একাধিক পুকুর খনন করার ফলেই নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ইংরেজ বাজার ব্লকের হরেকৃষ্ণ কলোনীর একাধিক পুকুর কেটে জল নিকাশের ব্যবস্থা করা হয়। একইসাথে একাধিক কালভার্টের বন্ধ থাকা মুখও খুলে দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো, ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী প্রসেনজিৎ দাস সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা।
এই বিষয়ে সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো জানান, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের জল নিকাশি সমস্যার সমাধানে জেলা প্রশাসন তরফে ইতিমধ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী প্রসেনজিৎ দাস জানান, আজ সুষ্ঠ জল নিকাশি ব্যবস্থা চালু রাখতে একাধিক পুকুরের মুখ কেটে ফেলা হল জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে।