রাজ্য

‘চিলি গ্যাং’ এর পর্দা ফাঁস – , গ্রেপ্তার ৫ সশস্ত্র দুষ্কৃতী

চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে লুঠপাট চালাচ্ছিল ‘চিলি গ্যাং’। হল না শেষরক্ষা, ধারালো অস্ত্রসহ ৫ দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মালদা থানার পুলিশ।

 

এক নজরে Student Credit Card আবেদনের খুঁটিনাটি

Bengal Live মালদাঃ গত কয়েকদিন ধরেই অভিনব কায়দায় চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে মালদা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই ও লুটপাট চালিয়ে আসছিল চিলি গ্যাং। তবে শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে পুলিশি অভিযানে তারা ধরা পড়েছে। চিলি গ্যাংয়ের পাঁচ দুষ্কৃতীকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুরাতন মালদা থানার পুলিশ। জানা গিয়েছে, পুরাতন মালদা থানার বাইপাস রোডে অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে ধারালো অস্ত্রসহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নাইলনের দড়ি, কয়েক প্যাকেট শুকনো লঙ্কার গুঁড়ো , তিনটি ধারালো হাঁসুয়া, একটি লোহার রড।

টাইপিং স্কুল থেকে চায়ের দোকান, বদলে গিয়েছে বংশী দার জীবন সংগ্রাম

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শিকারের চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে যেকোনো অপরাধমূলক কাজ করত দুষ্কৃতীরা, তাই তাদের দলের নাম রাখা হয়েছিলো ‘চিলি গ্যাং’। এছাড়া নিজেদের পরিচয় গোপন রাখার জন্যও দুষ্কৃতীরা তাদের দলের এরকম নামকরণ করতে পারে বলে পুলিশের অনুমান। কিন্তু ওই গ্যাং এর এই অভিনব লুঠপাটের পরিকল্পনা দক্ষতার সাথে বানচাল করে দিয়েছে মালদা থানার পুলিশ। জানা গেছে, আজ ধৃতদের মালদা আদালতে পাঠানো হবে। পাশাপাশি এই গ্যাংয়ের সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সে পুলিশ ব্যাপারেও তদন্ত শুরু করেছে।

Related News

Back to top button