রাজ্য

চিটফাণ্ড ও করোনার কোপে সর্বস্ব হারিয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন

করোনা কেড়েছে কাজ। চিটফাণ্ড কেড়েছে জীবনের সঞ্চিত অর্থ। ঘরে মূক ও বধির মেয়েকে নিয়ে অসহায় প্রৌঢ় দম্পতি। জীবনের বোঝা টানতে না পেরে স্বেচ্ছামৃত্যুর আবেদন !!

Bengal Live মালদাঃ চিট ফান্ডে খুইয়েছেন জমানো অর্থ, করোনা কেড়ে নিয়েছে আয়ের উৎস। মূক ও বধির মেয়ে এবং নাতিকে নিয়ে অসহায় প্রৌঢ় দম্পতি জানালেন স্বেচ্ছা মৃত্যুর আবেদন। রাষ্ট্রপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছেন মালদার ইংরেজবাজার এলাকার ওই দম্পতি। ঘটনা জানাজানি হতেই পাশে থাকার বার্তা ও সাহায্যের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল।

ছোট পর্দায় আসছেন মহিলা গোয়েন্দা দময়ন্তী

চাকরি থেকে অবসর গ্রহণের পর যা টাকা পেয়েছিলেন, তার একাংশ দিয়ে একটি বাড়ি তৈরি করেছিলেন ও মেয়ের বিয়ে দিয়েছিলেন৷ বাকি অর্থ রেখেছিলেন চিটফান্ডে। দীর্ঘদিন থেকে কিডনির সমস্যায় ভুগতে থাকা প্রৌঢ় জানান, স্বামীর মৃত্যুর পর ছেলেকে নিয়ে তাঁর কাছে ফিরে এসেছেন মূক ও বধির মেয়ে। এদিকে চিটফান্ডে গচ্ছিত অর্থ আজও ফেরৎ মেলেনি। অসহায় অবস্থায় সেলাইএর কাজ করেই সংসার চলছিল। কিন্তু করোনাকালে সেই আয়ের উৎসেও ভাঁটা পড়েছে। প্রৌঢ় বলেন, “এই পরিস্থিতিতে কোনও কুল-কিনারা না পেয়ে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছি৷ হয় সরকার সাহায্য করুক, নয় তো আমাদের স্বেচ্ছা মৃত্যুর আবেদনে সম্মতি দিক।”

দার্জিলিং, সিকিমের পর সিমলা-মানালি, একে একে খুলছে দুয়ার

এদিকে অভাব ও খিদের জ্বালার এমন খবর পাওয়া মাত্রই পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। জেলা প্রশাসনের পক্ষ থেকেও সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ওই দম্পতিকে। ওই পরিবারের চরম আর্থিক বিপর্যয়ের খবর পেয়ে সমাজসেবী কাজল গোস্বামী পৌঁছান বৃদ্ধ দম্পতির বাড়িতে। পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। কাজল গোস্বামী জানান, “সব রকম কথা হয়েছে এবং যাতে পরিবারটি আর্থিক সংকটের জন্য কোনও খারাপ সিদ্ধান্ত না নেয় সেই বিষয়ে তাঁদের বোঝাতে পেরেছি। খুব শীঘ্রই যাতে ওঁদের একটি নিয়মিত মাসিক আয়ের ব্যবস্থা করা যায় সেই দিকে নজর দিচ্ছি।”

Related News

Back to top button