রাজ্য

জোট বাঁধুন, তৈরি হন, বিজেপি মোকাবিলায় কোচবিহার থেকে মমতার ডাক

উত্তরবঙ্গে বিজেপি শক্ত ঘাঁটি গেড়েছে। লোকসভা নির্বাচনেই তা হাড়ে হাড়ে টের পেয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের উত্তরবঙ্গ সফরে এসে তাই প্রতিটি সভাতেই মমতা নিশানা করছেন বিজেপিকে।

কোচবিহারে নারায়ণী ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Bengal Live কোচবিহারঃ জলপাইগুড়ির পর কোচবিহারের সভা থেকেও বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভা মঞ্চ থেকে কর্মী ও সাধারণ মানুষকে উদ্দেশ্য করে নেত্রীর বার্তা “জোট বাঁধুন, তৈরি হোন”৷ নাম না করে এদিন কোচবিহারের বিজেপি সাংসদকেও এক হাত নেনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার দিন বিকেলেই জলপাইগুড়ির সভা শেষ করে কোচবিহারে পৌঁছান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিক্যাল কলেজ, নারায়ণী সেনা ব্যাটেলিয়নের উদ্বোধন করার পর শিবযজ্ঞ মন্দিরে পূজা দেন তিনি৷ মদন মোহন মন্দিরেও যান মুখ্যমন্ত্রী। এরপর এদিন সকালে কোচবিহার রাসমেলার মাঠে জনসভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

একপ্রান্তে মমতা আরেক প্রান্তে দিলীপ, ভোটের আগে বচনে-ভাষণে তাঁতছে উত্তরবঙ্গ

রাজ্য সরকারের উন্নয়নের ক্ষতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কোচবিহার জেলার উন্নয়নে কী কী পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার তাও জানান সকলকে। পাশাপাশি কোচবিহারকে হেরিটেজ টাউন হিসেবে গড়ে তোলা হচ্ছে বলেও এদিন ঘোষণা করে তৃণমূল নেত্রী। হেরিটেজ শহর গড়তে প্রায় ৩০০ কোটি টাকা খরচ হচ্ছে বলেও এদিন সভা মঞ্চ থেকে জানান তিনি।

এরপরেই দিল্লির বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতৃত্বকে চম্বলের ডাকাত সম্বোধন করে তিনি বলেন, বাংলায় চলে এসেছে চম্বলের ডাকাত। বহিরাগত গুন্ডারা এসে পুলিশ, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে দিল্লি থেকে ফোন করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে এদিন কোচবিহারের সাংসদকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কোচবিহারে যারা জিতেছে তারা অশান্তি তৈরির চেষ্টা করছে। দলত্যাগীদের উদ্দেশ্য করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা প্রথম থেকে আছে তারা শেষ পর্যন্ত থাকবে। ১-২ জন জোয়ারে আসে, ভাটায় চলে যায়। মা মাটি মানুষের সরকার বঞ্চনার রাজনীতি করে না। বিজেপির গুন্ডাগিরির সামনে মানুষকে রুখে দাঁড়ানোর বার্তা দেন এদিন তৃণমূল নেত্রী। “জোট বাঁধুন, তৈরি হোন” স্লোগান তুলতেও শোনা যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বিজেপি হিন্দু ভোট নেবে, হায়দ্রাবাদের নেতা মুসলিম ভোট নেবে, আমি কি কাঁচা কলা খাবো ?– মমতা

Related News

Back to top button