রাজ্য

মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় যজ্ঞ, বিক্ষোভ উত্তরবঙ্গ জুড়ে

কোথাও বিক্ষোভ, কোথাও সুস্থতা কামনা করে যজ্ঞ,পূজার আয়োজন। ক্ষোভ উগরে দিলেন গৌতম দেব।

 

Bengal Live ডেস্কঃ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পূজা অর্চনার আয়োজন করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পাশাপাশি রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে বিক্ষোভ আন্দোলনও করেন দলীয় কর্মী সমর্থকেরা। এদিকে বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে দলীয় কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নিজের নির্বাচনী কেন্দ্রে ভোট প্রচার ও মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন। সেখানে এক কীর্তনের অনুষ্ঠান থেকে ফেরার পথে পায়ে চোট পান তিনি। চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার তৃণমূলের রাজগঞ্জ ব্লক কমিটির উদ্যোগে রাজগঞ্জের শ্রীসংঘের মাঠে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে যজ্ঞ এবং দোয়া করা হয়।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে ঝলঝলিয়া ব্যারাক কলোনি এলাকায় একটি শিব মন্দিরে পুজো দেয় মালদা জেলা তৃণমূল নেতৃত্ব।

ঘটনা প্রসঙ্গে রাজগঞ্জের তৃণমূল প্রার্থী খগেশ্বর রায় বলেন, “বিজেপি চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলে দিয়েছে। যাতে নির্বাচনে ভালভাবে প্রচার না করতে পারেন তিনি। কিন্তু বিজেপির উদ্দেশ্য সফল হবে না।”

ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব জানিয়েছেন,তৃণমূল কংগ্রেসের প্রচার যাতে থমকে যায় তাই পরিকল্পনা করে মুখ্যমন্ত্রীর ওপর হামলা করা হয়েছে। এরই প্রতিবাদ কোচবিহার থেকে কাকদ্বীপ, দীঘা থেকে দার্জিলিং জুড়ে আমরা আন্দোলন পরিচালনা করছি।

Related News

Back to top button