রাজ্য

এনআরসি বিরোধী মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এলে স্বাগত জানানো হবে — কানহাইয়া কুমার

এনআরসি-র বিরুদ্ধে পাহাড় থেকে সাগর যাত্রা। উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রথম দিনের এনআরসি বিরোধী সমাবেশে মঞ্চ কাঁপালেন কানহাইয়া কুমার।

Bengal Live শিলিগুড়িঃ এনআরসি বিরোধী মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলে তাঁকেও স্বাগত জানানো হবে। শুক্রবার শিলিগুড়িতে এসে এমনই মত ব্যক্ত করলেন বামপন্থী তরুন ছাত্রনেতা কানহাইয়া কুমার। এদিন শিলিগুড়িতে পাহাড় থেকে সাগর এনআরসি বিরোধী সমাবেশে যোগ দিতে আসেন তিনি।

এনআরসি বিরোধী প্রচারের সমাবেশে ভাষণ দেন কানহাইয়া কুমার। এদিন জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী যুক্তমঞ্চের আয়োজনে বাঘাযতীন ক্লাবের হল ঘরে ওই সভা অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদেরও মুখোমুখি হন কানহাইয়া কুমার।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কানহাইয়া বলেন, এনআরসি নিয়ে গোটা ভারত আতঙ্কিত। অরাজকতা সৃষ্টি করা হয়েছে দেশজুড়ে। কেন্দ্রের সরকার চাইছে এনআরসি নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হোক। এনআরসি বিরোধী লড়াই ভোট রাজনীতির জন্য নয়। ডান-বাম সব রাজনৈতিক দল একত্রিত হয়ে এই লড়াইয়ে সামিল হয়েছে। এনআরসির বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করতে চাইলে তাঁকেও স্বাগত জানানো হবে।

এনআরসি বিরোধী মঞ্চের যাত্রা নিয়ে শুক্রবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সমাবেশ শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে শুক্রবার শিলিগুড়িতে সমাবেশে যোগ দেন কানহাইয়া কুমার। তাঁর সাথে ছিলেন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকের বিধায়ক আলি ইমরান রমজ।

এনআরসি-র বিরুদ্ধে জনমত তৈরি করতে মূলত কানহাইয়া কুমারকে মুখ করেই শুরু হয়েছে পাহাড় থেকে সাগর যাত্রা। শনিবার এই যাত্রার প্রচারে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার সমাবেশে যোগ দেবেন কানহাইয়া কুমার। রবিবার ইটাহারের সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তরুন এই বামপন্থী নেতার।

Related News

Back to top button