রাজ্য

দার্জিলিঙের পাহাড়েও NRC ও CAA এর বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়াবেন মমতা

চলতি মাসেই পাহাড় সফরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। NRC ও CAA বিরুদ্ধে পাহাড়ের পথে নামবেন তিনি। শিলিগুড়িতে ঘোষণা খোদ দলনেত্রীর।

Bengal Live শিলিগুড়িঃ শুধু সমতলেই নয়, NRC ও CAA- এর প্রতিবাদ এবার উত্তরের পাহাড়েও ছড়িয়ে দেবেন তৃণমূল নেত্রী। চলতি মাসেই পাহাড়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে মিছিল ও সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শিলিগুড়ির সভা মঞ্চ থেকে একথা ঘোষণা করেন মমতা। তিনি বলেন, ২২ জানুয়ারি পাহাড়ে প্রতিবাদে নামবেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা থেকে বিমানে বাগডোগরা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। এদিন বেলা ১’টা নাগাদ শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকায় এনআরসি ও সিএএ বিরোধী প্রতিবাদ সভায় যোগ দেন তৃণমূল নেত্রী। এরপর মাল্লাগুড়ি থেকে বাঘাযতীন মাঠ পর্যন্ত পদযাত্রা করেন তিনি।

পর্যটন মন্ত্রী গৌতম দেব, শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী সহ উত্তরের একাধিক তৃণমূল নেতৃত্ব ও সহস্রাধিক দলীয় কর্মী সমর্থক যোগ দেন মিছিলে। মিছিল চলাকালীন রাস্তার দুই ধারে সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতন। নিরাপত্তা ব্যবস্থাও ছিল আঁটোসাটো। শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

গত লোকসভা ভোটে দার্জিলিঙ কেন্দ্রে বিজেপির কাছে পরাজিত হতে হয়েছে তৃণমূলকে। দার্জিলিঙ ছাড়াও উত্তরবঙ্গে ফল ভালো করেছে বিজেপি। ফলে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর NRC ও CAA বিরোধী প্রতিবাদ সভা ও মিছিল দলের জমি পুনরুদ্ধারের ক্ষেত্রে যথেষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Related News

Back to top button