নিখোঁজের সাত দিন পর উদ্ধার দেহ, আলিপুরদুয়ারে চাঞ্চল্য
প্রায় সাতদিন নিখোঁজ থাকার পর উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। চাঞ্চল্য আলিপুরদুয়ারে। তদন্তে নেমেছে পুলিশ।
Bengal Live আলিপুরদুয়ারঃ ড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য আলিপুরদুয়ারে। সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম শোভনাথ লোহারা(৬২) কালচিনি এলাকার বাসিন্দা।
সোমবার সকালে কালচিনি বাসালাইন এলাকার ড্রেনে ঐ ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে কালচিনি থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কালচিনি থানার পুলিশ। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি বিগত সাত দিন থেকে নিখোঁজ ছিলেন। এদিন সকালে তার মৃতদেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।