রাজ্য

মালদায় বহু নেতা যোগাযোগ করছে – সায়ন্তন বসু

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগ দিয়ে রাজ্য জুড়েই দল বদলের হিড়িক পড়েছে। তৃণমূল কংগ্রেস থেকে যেমন বিজেপিতে যোগ দিচ্ছেন নেতা কর্মীরা। তেমনই উলটো চিত্রও উঠে এসেছে রাজনৈতিক ময়দানে৷

 

Bengal Live মালদাঃ শুক্রবার সকালে মালদা শহরের রবীন্দ্র ভবন এলাকায় চায়-পে চর্চায় যোগ দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। ইংরেজবাজার দক্ষিণ নগর মন্ডলের উদ্যোগে চা চর্চার আয়োজন করা হয়।
সায়ন্তন বসু ছাড়াও চা চক্রে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, ইংরেজবাজার দক্ষিণ নগর মন্ডল এর সভাপতি রাজিব চমপটি, সম্পাদিকা,অন্তরা চন্দ সহ অন্যান্য নেতৃত্ব।

আগ্নেয়াস্ত্র দেখিয়ে সবজি ব্যবসায়ীর টাকা ছিনতাই ইসলামপুরে, ছবি উঠে এল সিসি ক্যামেরায়

এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৬ তম জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি নেতৃত্ব। চা চক্র অনুষ্ঠানে বিভিন্ন দল ছেড়ে আসা কয়েকজন কর্মীর হাতে দলীয় ঝান্ডা তুলে দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
তিনি বলেন, আর কেউ কালিঘাটে পিসির মন্দিরে যাবে না। পিসির মন্দিরে ফুলগুলি শুকিয়ে গেছে। মানুষ যাবে মায়ের মন্দিরে পূজো দিতে।

রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। মালদাতেও বহু নেতা যোগাযোগ করছে বিজেপিতে আসার জন্য।
এই মুহূর্তে টেট পরীক্ষা করলে পিঠের চামড়া বাঁচাতে পারবে না তৃণমূল নেতারা। কারণ প্রচুর মানুষের কাছে তারা টাকা নিয়ে রেখেছেন চাকরি দেওয়ার নাম করে।

কনকনে ঠাণ্ডায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অসুস্থ চার অতিথি অধ্যাপক, আন্দোলন জারি

Related News

Back to top button