রাজ্য

হুঁশিয়ারি দিয়ে মাও পোস্টার পুরুলিয়ায়

ঝাড়খন্ড লাগোয়া বেশ কয়েকটি এলাকায় এদিন সকালে একাধিক মাওবাদি পোস্টার নজরে আসে৷

Bengal Live ডেস্কঃ মাওবাদি পোস্টারে ছেয়ে গেল পুরুলিয়ার বরাবাজার ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার সকালে ঝাড়খন্ড লাগোয়া বেরাদা গ্রাম পঞ্চায়েতের কুকুচারি মোড়, তুমরাসোল গ্রাম পঞ্চায়েতের কেক্রো ড্যাম্, নিশ্চিন্ত পূর, পড়শা গ্রাম, বরাবাজার গ্রাম পঞ্চায়েতের জল ট্যাংকি মোড়, রজদহ গ্রামে এই পোস্টারগুলি নজরে আসে৷ পোস্টার নজরে আসতেই আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।

খবর পেয়েই পোস্টার গুলো খুলে ফেলে পুলিশ৷ তবে কে বা কারা এই পোস্টার গুলো লাগিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আচমকা মাওবাদিদের পোস্টারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শিলিগুড়িতে আটক একাধিক নারায়ণী সেনা

প্রসঙ্গত, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে মাওবাদিদের চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হচ্ছে প্রাক্তন মাওবাদিদের। ইতিমধ্যে প্রায় ১৩০০ জনকে চাকরি দিয়েছে রাজ্য সরকার। এরই মাঝে ফের রাজ্যে মাও পোস্টারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে জানা গেছে, এদিন একাধিক হুমকি পোস্টার দেখতে পাওয়া গিয়েছে বেরাদা এলাকায়৷ প্রত্যেকটি পোস্টারেই হুমকি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলের পতাকা ধরলেই হাত কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে পোস্টারে। পাশাপাশি কিষান জির মৃত্যুর বদলা চাই লেখা পোস্টারও এদিন উদ্ধার হয়েছে। পুরো ঘটনাকে নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

ঐতিহ্যের ৫১৬ বছর পার জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ীর মনসা পুজো

Back to top button