রাজ্য

ষড়যন্ত্র করা হচ্ছে, তৃণমূলেই আছি– মৌসম নূর

ষড়যন্ত্র করা হচ্ছে। দলের কাছে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। দলীয় কর্মীদেরও বিভ্রান্ত করা হচ্ছে। এমনই দাবি মৌসম নূরের।

 

Bengal Live মালদাঃ তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেননি। তাঁর নাম করে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। সভানেত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার খবর ভিত্তিহীন। শনিবার সাংবাদিক বৈঠক করে সাফ বার্তা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম নূরের। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নেত্রীর কাছে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য মৌসম নূরের। দরকার পড়লে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মৌসম।

শুভেন্দু অধিকারীর পোস্টারে ছয়লাপ রায়গঞ্জ, প্রচারক গার্গী মুখার্জি

গত কয়েকদিন থেকেই মৌসমের তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়া নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছিল মালদায়। সভানেত্রীর পদ থেকে ইস্তফাও নাকি দিয়েছেন মৌসম নূর, এমন বার্তাও ভেসে বেড়াচ্ছিল। তবে পুরোটাই যে গুজব তা এদিন পরিষ্কার করলেন মৌসম নূর নিজেই। সাংবাদিক বৈঠক করে পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি দলেই আছেন। মিথ্যা ও ভিত্তিহীন খবর ছড়িয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

ডিসেম্বরেই ভোটের উত্তাপ রায়গঞ্জে, দেওয়াল দখল নিয়ে তৃণমূল-বিজেপি তরজা

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে অনুপস্থিত ছিলেন মৌসম নূর। এই প্রসঙ্গে এদিন জেলা সভানেত্রী বলেন, জ্বরে আক্রান্ত ছিলেন তিনি৷ কোভিড টেস্টও করিয়েছিলেন৷ রিপোর্ট না আসার কারণে বৈঠকে যোগ দিতে পারেননি তিনি৷ সেদিনই বৈঠকে অনুপস্থিত থাকার কারণ প্রেস রিলিজের মাধ্যমে সকলকে জানানো হয়েছিল। কিন্তু তারপরেও গুজব ছড়িয়ে তাঁর নাম কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে।

Related News

Back to top button