রাজ্য

আরও দুই সপ্তাহ লকডাউন,জানালো স্বরাষ্ট্র মন্ত্রক

আরও দুই সপ্তাহ দেশজুড়ে চলবে লকডাউন। শুক্রবার সন্ধ্যায় নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs) আগামী ১৭মে পর্যন্ত লকডাউন চলবে। শর্তসাপেক্ষে ছাড় গ্রিন ও অরেঞ্জ জোনে।

Bengal Live ওয়েব ডেস্কঃ কোরোনা মোকাবিলায় দেশজুড়ে আরও দুই সপ্তাহ লকডাউনের সময়সীমা বাড়ালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ৪ মে থেকে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। লকডাউন জারি থাকবে ১৭ মে পর্যন্ত। তবে গ্রিন ও অরেঞ্জ জোনে কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।

লকডাউন চলাকালীন বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে বলেও জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। বন্ধ থাকবে বিমান, রেল, আন্তঃরাজ্য বাস চলাচল। সমস্ত জোনেই বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। পাশাপাশি রেস্তোরাঁ, হোটেল, শপিং মল, সিনেমা হল, জিম সহ যেকোনও রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় জমায়েত বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে।

Related News

Back to top button