বস্তার ভেতর কে ! মানুষ না অন্যকিছু ? বস্তাবন্দি দেহ ঘিরে মালদায় চাঞ্চল্য
রহস্য ও চাঞ্চল্যের কেন্দ্রবিন্দু মুখবাঁধা একটি বস্তা। পচা দুর্গন্ধ সত্ত্বেও সেই বস্তাকে ঘিরেই কৌতুহলী মানুষের ভিড়।
দৈনিক রাশিফল, ১৬ অক্টোবর, শুক্রবার
Bengal Live মালদাঃ কেঁচো খুড়তে কেউটে এই প্রবাদ সকলেই শুনেছেন। কিন্তু কেউটে ভেবে কেঁচো উদ্ধার, এমন কখনো শুনেছেন? এমনই এক ঘটনার সাক্ষী হলো ইংরেজবাজার পৌরসভার তেলিপুকুর এলাকার বাসিন্দারা।
ডাম্পারের ধাক্কায় নয়ানজুলিতে পড়ল যাত্রীবাহী বাস, আহত ৩৫
তেলিপুকুর এলাকায় রেললাইনের ধারে ডোবা থেকে একটি বস্তাবন্দি দেহ উদ্ধার করেন তেলিপুকুর এলাকার বাসিন্দারা। বস্তার ভেতরে ঠিক কী আছে তা তখনও জানে না। এরই মধ্যে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে, কাউকে খুন করার পর বস্তাবন্দি অবস্থায় জলে ফেলে দেওয়া হয়েছে। খবর পেয়ে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ।
ইতিমধ্যেই বস্তা থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। পুলিশ এসে বস্তা খুলে উদ্ধার করে একটি মৃত কুকুরের দেহ। শেষ পর্যন্ত হাঁফ ছেড়ে বাঁচে ইংলিশবাজার থানার পুলিশও।