রাজ্য

চিকিৎসায় গাফিলতির অভিযোগ, সদ্যজাতের মৃত্যু নিয়ে তোলপাড়

সদ্যজাত শিশুর মৃত্যু নিয়ে চিকিৎসায় গাফিলতির অভিযোগ মালদায়। বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে পুলিশ৷

Bengal Live মালদাঃ চিকিৎসায় গাফিলতিতে সদ্যজাতর মৃত্যুর অভিযোগ তুলে মালদা জেলার মিলকি গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাল মৃত শিশুর পরিবারের লোকেরা। শুক্রবার সকাল দশটা নাগাদ মৃত সদ্যজাতকে নিয়ে বিক্ষোভ শুরু করেন পরিজনেরা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় মিলকি ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত শিশুর পরিবারের লোকেরা।

রাজবাড়ির পূজায় প্রথা ভাঙল চারশো বছর পর

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া এলাকার বাসিন্দা অচিন্ত্য রায়ের স্ত্রী মনীষা রায়ের প্রসব যন্ত্রণা উঠলে তাকে ভর্তি করা হয় মিলকি গ্রামীন হাসপাতালে। শুক্রবার ভোরে অস্ত্রোপচারের পর একটি কন্যা সন্তানের জন্ম হয় বলে জানান পরিবারের লোকেরা। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু না জানালেও পরে পরিবারের লোকেদের জানানো হয় মৃত শিশু কন্যা প্রসব হয়েছে।

টোটো চালকের রহস্যমৃত্যু, আটক এক

অভিযোগ, মৃত শিশুটিকে মাথায় ব্যান্ডেজ জড়ানো অবস্থায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে। ব্যান্ডেজ খোলার পর শিশুর মাথায় ক্ষত চিহ্ন দেখেন পরিজনেরা। এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন শিশুর আত্মীয়রা। চিকিৎসকের শাস্তির দাবি তুলে মিলকি গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। তাই তারা কর্তব্যরত চিকিৎসকের শাস্তির দাবি তোলেন। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তাঁরা। এরপর মিলকি পুলিশ ফাঁড়িতে মৃত সদ্যোজাতর পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে মিলকি ফাঁড়ির পুলিশ।

লকডাউনে স্কুলে বসল মদের আসর, আটক দুই

Related News

Back to top button