দেশজুড়ে চালু রেল পরিষেবা, যাত্রী ভিড় নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনে
সোমবার থেকে দেশজুড়ে ২০০ রেল চলাচল শুরু করল। এর মধ্যে ৬টি ট্রেন চলছে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে। যাত্রীদের জন্য লাগু করা হয়েছে একাধিক নতুন নিয়ম।
Bengal Live শিলিগুড়িঃ দেশজুড়ে রেল পরিষেবা চালু হতেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেল নিউ জলপাইগুড়ি (NJP) রেল স্টেশনে৷ ২০০ রেলের মধ্যে উত্তর পূর্ব সীমান্ত (north-eastern railway) রেলের অধীনে এদিন থেকে চালু হলো ৬টি এক্সপ্রেস ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেল (NF Railway) সূত্রে জানা গেছে, শিয়ালদহ-আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, অমৃতসর- নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেস, দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস, ডিব্রুগড়-ব্রহ্মপুত্র মেল, গুয়াহাটি এলটিটি এক্সপ্রেস ও গুয়াহাটি জোরহাট জনশতাব্দী এক্সপ্রেস চালু হয়েছে এদিন থেকে।
এদিকে রেল পরিষেবা (rail service) স্বাভাবিক হতেই যাত্রীদের জন্য বেশ কিছু নতুন নিয়ম লাগু করা হয়েছে রেলের পক্ষ থেকে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি জল ও খাবার নিয়ে যাত্রীদের ট্রেনে ওঠার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ট্রেন ছাড়ার ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছনোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যাত্রীদের। এদিন সকালে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে শ্রমিক স্পেশাল (shromik special train) ট্রেনে উত্তরবঙ্গের বহু পরিযায়ী শ্রমিক (migrant workers) এসে পৌঁছেছেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) বাসে তাঁদের নিজ জেলায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।