রাজ্য

তিনে অশোক, দ্বিতীয় স্থানে ওমপ্রকাশ মিশ্র এক নজরে উত্তরবঙ্গের ফলাফল

নিশ্চিহ্ন বাম কংগ্রেস। উত্তরবঙ্গে সব আসনে জয় পেল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। পরাজিত অশোক ভট্টাচার্য, ওম প্রকাশ মিশ্র, শঙ্কর মালাকার, কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ একাধিক হেভিওয়েট নেতা।

 

Bengal Live ডেস্কঃ সারা বাংলার পাশাপাশি মালদা জেলাতেও তৃণমূলের জয় জয়কার। রবিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মালদা জেলার ১২ টি আসনের মধ্যে ৮ টি আসন দখল করেছে তৃণমূল। ৪টি আসন দখল করেছে বিজেপি।

উল্লেখযোগ্য ভাবে ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর কাছে পরাজিত হয়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মন্ডলকে হারিয়ে জয়ী হন হেভিওয়েট তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্র। এছাড়াও বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বাধীন সরকারকে হারিয়ে জয়ী হন তৃণমূল প্রার্থী চন্দনা সরকার। সুজাপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন আব্দুল গনি।মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামচাঁদ ঘোষকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন।

এদিকে হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কেকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু। মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জল চৌধুরিকে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী গোপাল সাহা।
গাজোল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাসন্তী বর্মনকে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী চিন্ময় দেববর্মণ।
রতুয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়াকে হারিয়ে জয়ী হন তৃণমূল প্রার্থী সমর মুখার্জি। মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌসুমী দাসকে হারিয়ে জয়ী হন আব্দুর রহিম বক্সী।
চাঁচল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপঙ্কর রামকে হারিয়ে জয়ী হন নীহার রঞ্জন ঘোষ। হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তক আলমকে হারিয়ে জয়ী হন তৃণমূল প্রার্থী তাজমুল হক। কংগ্রেসের গড় বলে পরিচিত মালদা জেলায় খাতা খুলতে পারেনি কংগ্রেস।

এদিকে দক্ষিণ দিনাজপুর জেলার ছয় বিধানসভা আসনের মধ্যে তিনটি আসনে জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস, অন্য তিনটি আসনে জয় লাভ করেছে বিজেপি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ দিনাজপুর
জেলার বালুরঘাটে জয়ী বিজেপির হেভিওয়েট প্রার্থী অশোক লাহিড়ী। তপনে জয়ী বিজেপি প্রার্থী বুধরাই টুডু। গঙ্গারামপুরে জয় পেয়েছেন বিজেপির সত্যেন্দ্রনাথ রায়। হরিরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র জয়ী হয়েছেন। কুশমণ্ডি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রেখা রায় জয়ী হয়েছেন। কুমারগঞ্জ কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের তোরাফ হোসেন মন্ডল।

এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় পাঁচটি বিধানসভা কেন্দ্রেই জয় লাভ করেছে বিজেপি।আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে জয়ী সুমন কাঞ্জিলাল। কালচিনি বিধানসভা কেন্দ্রে জয়ী বিশাল লামা। ফালাকাটা কেন্দ্রে জয়ী দীপক বর্মণ। মাদারিহাটে জয়ী মনোজ টিগ্গা। কুমারগ্ৰাম কেন্দ্রে জয়ী মনোজ কুমার ওঁরাও।

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন বামেদের অন্যতম মুখ অশোক ভট্টাচার্য। ২৮৮৩৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন অশোক ভট্টাচার্য। দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ওম প্রকাশ মিশ্র। ৮৯৩৭০ ভোট পেয়ে শিলিগুড়ি বিধানসভা আসনে জয় লাভ করেছেন বিজেপির শঙ্কর ঘোষ। এদিকে মাটিগাড়া – নকশালবাড়ী বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার।

Related News

Back to top button