প্রায় ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ধৃত নার্স

ব্রাউন সুগার সহ মালদায় গ্রেপ্তার এক যুবতী৷ আনুমানিক প্রায় দশ লক্ষ টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
Bengal Live মালদাঃ ব্রাউন সুগার সহ এক নার্সকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার ৬০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। ঘটনার তদন্ত করছে পুলিশ।
কংগ্রেসের হয়ে মাঠে নামছেন মোঃ আজহারউদ্দীন, ক্রিজে থাকবেন মনমোহন-সনিয়া-প্রিয়াঙ্কাও
রবিবার ৬০০ গ্ৰাম ব্রাউন সুগার সহ একজন বেসরকারী নার্সিংহোমের নার্সকে গ্ৰেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রের খবরে মালদা শহরের হ্যান্টাকালি মোড় এলাকায় অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ। সেখানে একটি বেসরকারি বাস থেকে আটক করা হয় নার্সটি কে। ধৃত ওই যুবতীর নাম, আজিনুর খাতুন (২১)। তার ব্যাগে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগারের তিনটি প্যাকেট উদ্ধার করে পুলিশ । সব মিলিয়ে উদ্ধার হয় ৬০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা।
চাঁচল কি পুরসভা হবে ? আশার আলো উসকে দিল নীহারের প্রতিশ্রুতি
ইংরেজবাজার থানা সূত্রে জানা গেছে, রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ অভিযান চালায়। বাস থাকে ওই যুবতীকে গ্রেপ্তার করা হয়। ধৃত যুবতীর নাম, আজিনুর খাতুন (২১)। বাড়ি কালিয়াচক থানার আলিপুর এলাকায়। ব্রাউন সুগারের প্যাকেটগুলি মালদা শহরের রথবাড়ি এলাকায় ডেলিভারি হওয়ার কথা ছিল বলে পুলিশ সূত্রে খবর। পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত যুবতীকে রবিবার পেশ করা হবে মালদা জেলা আদালতে।