চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য
চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য
Bengal Live মালদাঃ চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসক ও নার্সদের ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ। ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে মেডিক্যাল কলেজ সূত্রে খবর।
মালদা মেডিক্যাল কলেন সূত্রে জানা গিয়েছে মৃতার নাম সরস্বতী সরকার(৫৯)। বাড়ি হব্বিপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে। গত বৃহস্পতিবার পেটের ব্যাথা নিয়ে মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগে ভর্তি হন তিনি। ওই রোগীর পেটে টিউমার রয়েছে বলে জানান চিকিৎসকরা।
রোগীর পরিজনদের অভিযোগ, শনিবার থেকে চিকিৎসকেরা কোন চিকিৎসা করে নি। নার্সদের বিষয়টি জানালেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
এরপর রবিবার সকালে পরিবারের লোকেরা চিকিৎসকে বিষয়টি জানালে চিকিৎসক একটি ইনজেকশন দেন রোগীকে। এরপর প্রায় ১০ মিনিটের মধ্যেই মারা যান ওই রোগী বলে পরিবারের অভিযোগ।
এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনেরা। চিকিৎসক নার্সদের ঘিরে বিক্ষোভ শুরু করেন তারা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও মেডিক্যাল কলেজের আধিকারিকরা। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবী,তদন্ত কমিটি গঠন করা হবে। কী হয়েছিল এরপরেই জানা যাবে ।