রাজ্য

আধুনিক জীবনযাত্রা থেকে বঞ্চিত বালুরঘাটের মানুষ! দাবি অশোক লাহিড়ীর

বালুরঘাট বিধানসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে বাজপেয়ী সরকার ও মনমোহন সিংহ সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অশোক লাহিড়ীকে।

 

Bengal Live বালুরঘাটঃ আধুনিক জীবনযাত্রা থেকে বঞ্চিত বালুরঘাটের মানুষ! ভোটের প্রচারে নেমে উন্নয়ন-অনুন্নোয়ন নিয়ে জোরচর্চা বিশিষ্ট অর্থনীতিবিদ্ তথা বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী।

বুধবার বালুরঘাটে এসে বহিরাগত ইস্যুতে মুখ খুলেছেন পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য তথা বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী। এরপর বৃহষ্পতিবার হাটে-বাজারে ‘চায়ে পে চর্চায়’ গিয়ে বালুরঘাটের মানুষের জীবনযাত্রায় মানের আধুনিকীকরণ নিয়ে সরব হলেন তিনি।

বাংলা থেকে অনেক পেয়েছি, কিছুই দিতে পারিনি- বালুরঘাটে পৌঁছেই মন্তব্য অশোক লাহিড়ীর

তাঁর দাবি, এতদিনে বালুরঘাটে উন্নয়ন হয়নি কিছুই। আধুনিক সমাজের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
এদিন রাস্তাঘাটের উন্নয়ন, ওয়াচ টাওয়ারের মেরামত, আত্রেয়ী -র দূষণ প্রতিরোধ, শহরের যানজট সমস্যার সমাধান সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অশোক লাহিড়ী।

Related News

Back to top button