রাজ্য
উত্তরবঙ্গে ফের বৃষ্টিপাতের সতর্কতা
দুই দিনাজপুর ও মালদা জেলাতেও রয়েছে বজ্র-বিদ্যুৎপাত সহ বৃষ্টির পূর্বাভাস৷
Bengal Live ডেস্কঃ দুই দিনাজপুর মালদা সহ উত্তরবঙ্গে ফের বজ্র-বিদ্যুৎপাত সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর৷ বুধবার মাসের প্রথম দিনই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
লক্ষ্মীর ভাণ্ডার-এর ফর্ম জমা নিচ্ছেন স্বয়ং দেবী লক্ষ্মী
জানা গেছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্র-বিদ্যুৎপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিঙে হতে পারে ভারী বৃষ্টিপাত৷ তবে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা হাওয়া অফিস জানালেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানা গেছে। তবে আর্দ্রতাজনিত সমস্যা বজায় থাকবে।