রাজ্য

লাল সতর্কতা বাতিল তিস্তায়, ধীরেধীরে খুলছে রাস্তা

বিগত কয়েকদিনে লাগাতার বৃষ্টির জেরে কার্যত বিধ্বস্ত উত্তরবঙ্গ। জলস্তর বেড়েছে একাধিক নদীতে। ধস নেমেছে পাহাড়ের বিভিন্ন জায়গায়। তবে হতাহতের কোনও খবর নেই।

 

Bengal Live ডেস্কঃ লাগাতার বৃষ্টির কারণে কার্যত বিধ্বস্ত উত্তরবঙ্গ। জলস্তর বেড়েছে তিস্তা, জলঢাকা সহ অন্যান্য নদীতে৷ এদিকে ধস নেমেছে পাহাড়ের বিভিন্ন এলাকায়। যার কারণে জনজীবন বিপর্যস্ত উত্তরের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি সেই ভাবে না হলেও পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনের। এদিকে পাহাড়ের বেশ কয়েকটি রাস্তার ধস সরানোর কাজ শুরু হয়েছে জোর কদমে।

প্রশাসন সূত্রে জানা গেছে, দার্জিলিং-সুখিয়াপোখরি সংযোগকারী রাস্তা স্বাভাবিক অবস্থায় ফিরেছে৷ বিজনবাড়ি ও ঘুমের সংযোগকারী রাস্তা থেকেও ধস সরানোর কাজ শেষ হয়েছে। এদিকে পুলবাজার দার্জিলিং সংযোগকারী রাস্তাও স্বাভাবিক হয়েছে। দার্জিলিং ও সিকিমের অন্যতম সংযোগকারী অন্যতম দার্জিলিং ও সিংলাবাজার রাস্তাতেও যান চলাচল স্বাভাবিক হয়েছে। কালিঝোরা ও রম্ভির মাঝে ধস সরানোর কাজ শুরু হয়েছে।

Related News

85 Comments

  1. I may need your help. I tried many ways but couldn’t solve it, but after reading your article, I think you have a way to help me. I’m looking forward for your reply. Thanks.

  2. Anna Berezina is a famed author and speaker in the field of psychology. With a training in clinical feelings and extensive study sagacity, Anna has dedicated her calling to agreement lenient behavior and mental health: https://zenwriting.net/candlekiss26/anna-berezina-accountant-expert-in-financial-management. By virtue of her between engagements, she has made important contributions to the field and has appropriate for a respected meditation leader.

    Anna’s expertise spans several areas of psychology, including cognitive of unsound mind, unmistakable certifiable, and ardent intelligence. Her voluminous education in these domains allows her to victual valuable insights and strategies as individuals seeking in person flowering and well-being.

    As an inventor, Anna has written several controlling books that have garnered widespread perception and praise. Her books tender down-to-earth par‘nesis and evidence-based approaches to forbear individuals lead fulfilling lives and cultivate resilient mindsets. Via combining her clinical dexterity with her passion suited for helping others, Anna’s writings procure resonated with readers all the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button