রাজ্য

লাল সতর্কতা উত্তর দিনাজপুরে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

লাল সতর্কতা উত্তর দিনাজপুরে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামী ৭২ ঘন্টায় লাল ও কমলা রঙের সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আবহাওয়া দপ্তরের জারি করা নির্দেশিকা থেকে জানা গেছে, আজ ২৮ সেপ্টেম্বর কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার জন্য। আজ সারা দিনে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

লাল সতর্কতা জারি করা হয়েছে আগামীকালের জন্য। ২৯ সেপ্টেম্বর, রবিবার ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি পাতের সম্ভাবনা থাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে গৌড়বঙ্গের এই তিন জেলায়। ৩০ সেপ্টেম্বরের জন্য রয়েছে কমলা সতর্কতা। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনকেও।

উত্তরের অন্যান্য জেলাগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।

এদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার প্রাক মুহূর্তে হাওয়া অফিসের জারি করা এই বিজ্ঞপ্তি চিন্তায় ফেলেছে আম জনতাকে। পূজা উদ্যোক্তা থেকে শুরু করে মৃৎশিল্পীদেরও কপালে ভাঁজ। সঠিক সময়ের আগে পূজার যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় পড়েছেন তাঁরা। এদিকে আবহাওয়া খারাপ থাকার কারণে ব্যবসায়ীদেরও মাথায় হাত। একদিকে আর্থিক মন্দা, অন্যদিকে খারাপ আবহাওয়ার কারণে ব্যবসায় ভাঁটা পড়েছে বলে জানিয়েছেন তাঁরা। পূজা উপলক্ষে ব্যবসায় লক্ষাধিক টাকা লগ্নি করে ক্ষতির সম্মুখীন তাঁরা।

Related News

Back to top button