রাজ্য

পানীয় জলের দাবিতে পথ অবরোধ, যান চলাচল বিঘ্নিত 

পানীয় জলের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ।

 

Bengal Live  মালদাঃ  রাস্তা অবরোধ করে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদা পৌরসভার ১৮ নং ওয়ার্ডের বাসিন্দারা। পুরাতন মালদার সদরঘাট এলাকায় মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ বিক্ষোভ দেখান তাঁরা।

লোকালয় থেকে উদ্ধার পূর্ণ বয়স্ক হাতির মৃতদেহ

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। পৌরসভায় বারবার জানিয়েও কোনো ফল হয়নি। তাই এদিন সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেছেন তাঁরা । প্রায় আধঘন্টা ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচী। পথ অবরোধের জেরে ব্যপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে।

জানা গেছে, মালদা থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি ঘটনাস্থলে যান পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ। তাঁর আশ্বাসেই প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা ।

দীর্ঘ চার বছর গবেষণার পর বীরকন্যা ‘প্রীতিলতা’ এবার বড় পর্দায়

Related News

Back to top button