বিজেপিতে যোগ অশোক ভট্টাচার্যের ছায়াসঙ্গীর
জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতেই যোগ দিলেন শঙ্কর ঘোষ৷ দার্জিলিঙ জেলা সিপিএমে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।
Bengal Live শিলিগুড়িঃ বিজেপিতে যোগ দিলেন দীর্ঘদিনের বাম ছাত্র ও যুব নেতা শঙ্কর ঘোষ। শুক্রবার কৈলাস বিজয়বর্গীয়, দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন শঙ্কর ঘোষ। দুইদিন আগেই সাংবাদিক বৈঠক করে সিপিআইএম ছাড়ার কথা ঘোষণা করেন শঙ্কর ঘোষ। নিজ বাসভবনেই সাংবাদিক বৈঠকে করে তিনি বলেন, কয়েকবছর থেকেই দলের মধ্যে থেকে কাজ করতে পারছিলেন না তিনি। এই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
এরপরেই দার্জিলিঙ জেলা সিপিএমের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে বহিষ্কার করা হয় শঙ্কর ঘোষকে। কয়েকদিন থেকে বিজেপিতে যোগের ব্যাপারে শহরজুড়ে জল্পনা চলছিলই। গতকাল বৃহস্পতিবার শঙ্কর ঘোষের মাকে নার্সিংহোমে দেখতে যান বিজেপি সাংসদ। তাঁদের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। এরপর থেকেই জল্পনা তুঙ্গে ওঠে শঙ্কর ঘোষের বিজেপিতে যোগের বিষয়ে৷ তবে জল্পনার অবসান ঘটে এদিন সকালে। শিলিগুড়তে পৌঁছান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এরপর সাংবাদিক সম্মেলন করে শঙ্কর ঘোষকে বিজেপিতে যোগ দেওয়ান তিনি।
এদিন সাংবাদিক বৈঠকে শঙ্কর ঘোষ বলেন, আমি খুবই সাধারণ মানুষ। লড়াইটা সমাজ বদলানোর। গত ৩০ বছর থেকে বাম আন্দোলনের সাথে যুক্ত। বিগত কয়েকবছর থেকে নিজের সাথেই লড়াই করছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি। অনুশাসনের কারণে আমরা দলের বিরুদ্ধে কোনওদিন কথা বলিনি। তবে এদিন কার্যত কংগ্রেসের সাথে বামেদের জোটকেই দলবদলের অন্যতম কারণ হিসেবে দেখাতে চেয়েছেন শঙ্কর ঘোষ।