রাজ্য
Trending

৩৭ আসনে জয় তৃণমূলের, পরাজিত শিলিগুড়ির বিধায়ক, দেখুন পূর্ণাঙ্গ তালিকা

শিলিগুড়ি কর্পোরেশন নির্বাচনে বিরাট জয় পেল তৃণমূল কংগ্রেস। ৩৭ আসনে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল প্রার্থীরা। কর্পোরেশনের মেয়র হচ্ছেন গৌতম দেব।

Bengal Live শিলিগুড়িঃ ৩৭ আসনে জয় তৃণমূলের৷ শিলিগুড়ি কর্পোরেশন নির্বাচনে বিরাট জয় শাসক দলের৷ পাঁচটি আসনে জয় পেয়েছে বিজেপি, একটি আসনে জয় পেয়েছে কংগ্রেস৷ চার আসনে জয় পেয়েছে বামেরা৷ পরাজিত অশোক ভট্টাচার্য। নির্বাচনে পরাজিত হয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়কও।

একনজরে দেখে নিন ৪৭ ওয়ার্ডে জয়ী কারা…

 

01. তৃণমূল কংগ্রেস – সঞ্জয় পাঠক
02. তৃণমূল কংগ্রেস – গার্গী চ্যাটার্জি
03. তৃণমূল কংগ্রেস – রামভজন মাহাতো
04. বিজেপি – বিবেক সিং
05. বিজেপি – অনিতা মাহাতো
06. তৃণমূল কংগ্রেস – আলম খান
07. তৃণমূল কংগ্রেস – পিন্টু ঘোষ
08. বিজেপি – শালিনী ডালমিয়া
09. বিজেপি – অমিত জৈন
10. তৃণমূল কংগ্রেস – কমল আগরওয়াল
11. বিজেপি – মঞ্জুশ্রী পাল
12. তৃণমূল কংগ্রেস – বাসুদেব ঘোষ
13. তৃণমূল কংগ্রেস – মানিক দে
14. তৃণমূল কংগ্রেস – শ্রাবণী দত্ত
15. তৃণমূল কংগ্রেস – রঞ্জন সরকার
16. কংগ্রেস – সুজয় ঘটক
17. তৃণমূল কংগ্রেস – মিলি সিনহা
18. তৃণমূল কংগ্রেস – সঞ্জয় শর্মা
19. সিপিআই(এম)- মৌসুমী হাজরা
20. তৃণমূল কংগ্রেস – অভয়া বোস
21. তৃণমূল কংগ্রেস – কুন্তল রায়
22. CPI(M)- দীপ্ত কর্মকার
23. তৃণমূল কংগ্রেস – লক্ষ্মী পাল
24. তৃণমূল কংগ্রেস – প্রতুল চক্রবর্তী
25. তৃণমূল কংগ্রেস – জয়ন্ত সাহা
26. তৃণমূল কংগ্রেস – সিক্তা দে বসু রায়
27. তৃণমূল কংগ্রেস – প্রশান্ত চক্রবর্তী
28. তৃণমূল কংগ্রেস – সম্প্রিতা দাস
29. সিপিআই(এম)- শরদিন্দু (জয়) চক্রবর্তী
30. তৃণমূল কংগ্রেস – সাথী দাস
31. তৃণমূল কংগ্রেস – মৌমিতা মন্ডল (মউ)
32. তৃণমূল কংগ্রেস – তাপস চ্যাটার্জি
33. তৃণমূল কংগ্রেস – গৌতম দেব
34. তৃণমূল কংগ্রেস – বিমান তরফদার
35. তৃণমূল কংগ্রেস – সম্পা নন্দী
36. তৃণমূল কংগ্রেস – রঞ্জন শীল শর্মা
37. তৃণমূল কংগ্রেস – অলোক ভক্ত
38. তৃণমূল কংগ্রেস – দুলাল দত্ত
39. তৃণমূল কংগ্রেস – পিংকি সাহা
40. তৃণমূল কংগ্রেস – রাজেশ প্রসাদ শা (মুন্না প্রসাদ)
41. তৃণমূল কংগ্রেস – শিবিকা মিত্তল
42. তৃণমূল কংগ্রেস – শোভা সুব্বা
43. তৃণমূল কংগ্রেস – সুখদেব মাহাতো
44. তৃণমূল কংগ্রেস – প্রীতিকানা বিশ্বাস
45. সিপিআই(এম)- মুন্সী নূরুল ইসলাম
46. ​​তৃণমূল কংগ্রেস – দিলীপ বর্মণ
47. তৃণমূল কংগ্রেস – অমর আনন্দ দাস

Related News

3 Comments

  1. I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new information on your blog.

  2. I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new information on your blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button