রাজ্য

উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্র শিলিগুড়ি, এক কর্মীর মৃত্যু দাবি বিজেপির

উত্তরবঙ্গ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রে শিলিগুড়ি। গোলমালে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিজেপি।

 

Bengal Live শিলিগুড়িঃ বিজেপির উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা ধারণ করল শিলিগুড়ি৷ পুলিশকে লক্ষ্য ইট, পাথর ছোড়ার অভিযোগ। পালটা পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ফাটানোর অভিযোগ বিজেপির। এরই মাঝে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

সোমবার ছিল বিজেপির উত্তরকন্যা অভিযান। এই নিয়ে সোমবার সকাল থেকেই ব্যাপক পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায় শিলিগুড়ির বিভিন্ন এলাকায়৷ ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় উত্তরকন্যা যাওয়ার একাধিক পথ। আন্দোলনের অনুমতি না থাকায় আগেই পুলিশের পক্ষ থেকে অভিযান আটকে দেওয়ার কথা জানানো হয়। এরপরেও এদিন পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপি নেতা কর্মী সমর্থকরা।

বিজেপির উত্তরকন্যা অভিযানে বাধার মুখে দিলীপ ঘোষ, অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ফুলবাড়ি, তিনবাত্তি মোড় এলাকায় পুলিশ মিছিল আটকালে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে ইট,পাথর ছোঁড়ারও অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, ভাঙা হয়েছে জলপাই মোড়ের ট্রাফিক অফিস। অফিসের চেয়ার জ্বালিয়ে দেন বিজেপি কর্মী সমর্থকেরা। এদিকে ইট, পাথরের আঘাতে বেশ কয়েকজন পুলিশ জখম হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে জলকামান, কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, জলপাইগুড়ি জেলার গজলডোবা এলাকার এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম উলেন রায়। পুলিশের লাঠির আঘাতেই ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। তাঁর দাবি, রোজ রাজ্যে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে। সরকার হিংসার রাজনীতি করছে। দিলীপ ঘোষ আরও বলেন পঞ্চায়েত ভোট থেকেই বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। লোকসভা ভোটেও একই চিত্র ছিল। সরকার যত পেছনে যাচ্ছে, ওরা ততই হিংসাত্মক হয়ে উঠছে। শান্তিপ্রিয় আন্দোলনেও লাঠিচার্জ করা হচ্ছে।

বিজেপি নেতা সায়ন্তন বসুর অভিযোগ, ৫০ বছরের এক কার্যকর্তাকে খুন করা হল। পশ্চিমবঙ্গের গণতন্ত্র রসাতলে চলে গেছে। আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বিজেপি৷

Related News

Back to top button