পৃথক দুটি দুর্ঘটনায় আহত ছয় জলপাইগুড়িতে

সাতসকালে পর পর দুটি দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধুপগুড়িতে, গুরুতর আহত ৬ জন। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। তদন্তে নেমেছে পুলিশ।
Bengal Live জলপাইগুড়িঃ সাতসকালে পর পর দুটি দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধুপগুড়িতে, গুরুতর আহত ৬ জন। এদিন ধূপগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে ধাক্কা মারে যাত্রী বোঝাই টোটোতে। নিয়ন্ত্রণ হারিয়ে এশিয়ান হাইওয়ে ৪৮ এর পাশে গর্তে গিয়ে পরে টোটোটি। হঠাৎ বিকট শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনায় আহত হন টোটোতে থাকা তিন যাত্রী সহ পিক আপ ভ্যানের চালক। রাতেই স্থানীয়রা খবর দেন ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীদের। তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে। এদিকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের মধ্যে তিনজনকে স্থানান্তরিত করা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। আহতদের মধ্যে স্বপন মালো দাস (২৬), শশী মালো দাস (৬৫), ভবেশ মালো দাস (৩০) সকলেই ভেমটিয়ার বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্ত ওই পিকআপ ভ্যানের চালক রোশোন শেখ (২৪) ফারাক্কার বাসিন্দা।
এই দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ফের দুর্ঘটনা ঘটে ধূপগুড়ির লাল স্কুল এলাকায়। আহত হন ২ জন। এদিন ধূপগুড়ির লাল স্কুল এলাকায় দুই মোটর বাইক আরোহীকে ধাক্কা মারে একটি ট্রলার। গুরুতর ভাবে জখম হন বাইক চালক বানেশ্বর সরকার (৫২), নৃপেন রায় (৫৬)। ঘটনাস্থলে খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীদের। দমকল কর্মী ও স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয় আহতদের। তাদের নিয়ে যাওয়া হয় ধুপগুড়ি হাসপাতালে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। আহত দুজনই কোচবিহার হলদিবাড়ীর বাসিন্দা। এদিকে দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এশিয়ান হাইওয়ে-তে।