রাজ্য

সাদা বরফের আস্তরণ শিলিগুড়ি জুড়ে, নিম্নমুখী পারদ রায়গঞ্জে

সাদা বরফের চাদরের ঢাকল শিলিগুড়ি। দার্জিলিঙের আমেজ যেন শিলিগুড়িতেই। এদিকে ক্রমশ নিম্নমুখী পারদ রায়গঞ্জেও। দেখা নেই সূর্যের।

Bengal Live রায়গঞ্জঃ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল রায়গঞ্জ শহর সহ গোটা উত্তর দিনাজপুর। কুয়াশার জেরে দৃশ্যমানতা প্রায় ছিলই না। শুক্রবারও সকাল থেকে দেখা নেই সূর্যের। এরই মাঝে উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী শিলিগুড়িতে ব্যাপক শিলাবৃষ্টি। যার ফলে তাপমাত্রা নিম্নমুখী। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে শিলিগুড়ি।

উত্তুরে কনকনে ঠান্ডা হাওয়া ও পারদ নেমে যাওয়ার কারণে স্বাভাবিক ছন্দ হারিয়েছে শহরের সাধারণ জনজীবন। বিকেলের পর থেকে বাড়ির বাইরে রাস্তাঘাটে মানুষজনের সংখ্যা অনেকটাই কম। তবে পারদ ক্রমশ নিম্নমুখী হওয়ায় বনভোজনকারীদের মনে বেজায় আনন্দ। শিলিগুড়ি মোড় থেকে কসবা মোড় পর্যন্ত রাস্তার ধারেই পিকনিকে সামিল ব্যবসায়ী থেকে সাধারণ বাসিন্দারা। ঠান্ডার হাত থেকে রেহাই পেতে শহরের বিভিন্ন রাস্তায় মানুষকে আগুন পোহাতেও দেখা যাচ্ছে।

শিলিগুড়ির বাসিন্দা পাপিয়া মন্ডল জানিয়েছেন, দার্জিলিঙের মতো আবহাওয়া অনুভুত হচ্ছে শিলিগুড়িতে। অন্যবার বরফ দেখতে দার্জিলিঙ অথবা সিকিমের দিকে ঘুরতে যাই। তবে আজ শিলাবৃষ্টির পর যেন মনে হচ্ছে শহরজুড়ে স্নো-ফল হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এদিন মরশুমের সবথেকে কম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রায়গঞ্জে। শুক্রবার রায়গঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ১৪.৭। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিল ২২.২। বুধবার এই তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২১.০ ডিগ্রি ও সর্বনিম্ন ৭.০।

Related News

Back to top button