রাজ্য

যুগলবন্দীঃ পর্যটনমন্ত্রী গৌতম দেবের গানের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তি

দীর্ঘ প্রায় দশ বছর থেকে রাজ্যের গুরুত্বপূর্ণ দুটি দপ্তরের মন্ত্রী পদে কাজ করে চলেছেন গৌতম দেব। এবার মুক্তি পেতে চলেছে ডাবগ্রাম বিধানসভার বিধায়ক গৌতম দেবের গানের অ্যালবাম।

Bengal Live শিলিগুড়িঃ প্রথমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তারপর পর্যটন মন্ত্রী। বিধায়ক, থেকে তৃণমূলের দার্জিলিঙ জেলা সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার অন্যতম পরিচিত মুখ গৌতম দেব৷ রাজনীতি থেকে মন্ত্রীত্ব বিগত ১০ বছরে সব বিষয়েই পারদর্শীতার প্রমান দিয়ে এসেছেন তিনি৷ এবার গানের জগতেও পা রাখতে চলেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সোমবার শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে প্রকাশ পেল মন্ত্রীর গানের অ্যালবাম টিজার। তাঁকে যোগ্য সঙ্গ দিতে অ্যালবামে রবীন্দ্র কবিতা পাঠ করেছেন বাংলার অন্যতম নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়।

আজকের রাশিফল, ১৯ অক্টোবর, সোমবার,

কাজের ফাঁকে রবীন্দ্র সংগীত আগাগোড়াই তাঁকে চিন্তা মুক্ত থাকতে সাহায্য করেছে। বিশেষ করে যে কোনও নির্বাচনের আগে প্রবল মানসিক চাপ থেকে মুক্তি পেতে রবীন্দ্র সংগীতের উপরেই ভরসা রেখেছেন গৌতম দেব। তবে এবার আর গান শোনা নয়, গান করেই মাতিয়ে দিতে চলেছেন গৌতম দেব। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই পুরো অ্যালবামটি মুক্তি পেতে চলেছে।

রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপশি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারায় অ্যালবামের শ্যুটিং করেছেন গৌতম দেব। রবিবারের অনুষ্ঠানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের অধ্যাপক, সাংস্কৃতিক জগতের প্রখ্যাত মানুষেরা উপস্থিত ছিলেন। জানা গেছে, গৌতম দেবে গানের অ্যালবামের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাড়িতেই বানান ফিশ কাটলেট, জমিয়ে দিন আড্ডা উৎসবের সন্ধ্যায়

অ্যালবামের টিজার প্রকাশ পাওয়ার পর মন্ত্রী গৌতম দেব জানান, গান ও রবীন্দ্রনাথের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। তবে আমি গায়ক নই। নিজের ভালো লাগা থেকে গান করার চেষ্টা করেছি। কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের শিক্ষক অনিন্দ্য মজুমদারের কাছে গান শেখা শুরু করেন তিনি। তারপর থেকেই রেওয়াজ শুরু করে অ্যালবাম বানানোর ভাবনা নেন।

Related News

Back to top button