রাজ্য

প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের লেখা বই উন্মোচন করলেন সৌরভ গাঙ্গুলী

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের সাথে সৌরভ গাঙ্গুলীর সুসম্পর্কের কথা অজানা নেই কারোরই। পারিবারিক সম্পর্ক রয়েছেন দুইজনের মধ্যে।

Bengal Live ডেস্কঃ সৌরভ গাঙ্গুলীর হাত ধরে প্রকাশ পেল শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্যের লেখা বই। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অশোক ভট্টাচার্যের লেখা বই, “করোনা, পূর্ব ও উত্তর, নগরায়ন ও নগর অর্থনীতি”। বই প্রকাশ অনুষ্ঠানে ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য সহ অন্যান্যরা৷

কিছুদিন আগেই কলকাতায় সৌরভ গাঙ্গুলীর সাথে সাক্ষাৎ হয় অশোক ভট্টাচার্যের। করোনাকে জয় করে প্রথম বার অশোক ভট্টাচার্যের কলকাতায় যাওয়ার খবর পাওয়ার পরেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সাথে দেখা করেন সৌরভ গাঙ্গুলী। বেশ কিছুক্ষণ একান্তে কথা বলেন তাঁরা। এরপরেই অশোক ভট্টাচার্য জানান, তাঁর নতুন বই প্রকাশ করার জন্য সম্মতি জানিয়েছেন মহারাজ৷

Related News

Back to top button