রাজ্য

নির্বাচনে জিতলে তৈরি হবে বিমানবন্দর, উড়ালপুল – ইস্তেহার প্রকাশ করল বিজেপি

বিমানবন্দর, উড়ালপুল সহ একাধিক প্রকল্পকে সামনে রেখে বালুরঘাটে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি।

ইটাহার, করণদিঘি সহ বাকি ১৩ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

Bengal Live বালুরঘাটঃ নির্বাচনী ইশতেহার প্রকাশ করল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য নির্বাচনী সংকল্প পত্রের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার ইশতেহার প্রকাশ করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে দলদাস পুলিশকে দুর্নীতি মুক্ত করা, সীমান্তবর্তী জেলা হওয়ায় বিএসএফের সাথে সুসম্পর্ক বজায় রাখা, বালুরঘাট, গঙ্গারামপুর শহরকে যানজট মুক্ত করতে উড়ালপুল এবং বাইপাস রাস্তা তৈরি করা, বালুরঘাট বিমানবন্দর দ্রুত চালু করা, বালুরঘাটে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় দ্রুত চালু করা, জেলার প্রতিটি ব্লকে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা, শিল্প হীন এই জেলায় বৃহৎ শিল্প গড়ে তোলা ও কৃষি ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে বলে এদিনের ইশতেহার প্রকাশ করার পর জানান বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে অ্যালোভেরা! জানুন এর ব্যবহার।

পাশাপাশি বালুরঘাটে বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী বহিরাগত হ‌ওয়া সত্বেও কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ নেই। বরং তিনি জিতলে এলাকার উন্নয়ন বেশি করে হবে বলে জানান সুকান্ত মজুমদার। তিনি বলেন, অশোক লাহিড়ী অর্থনীতিবিদ। হাই প্রোফাইল ব্যক্তি জিতলে মন্ত্রী সভায় যাবেন। বালুরঘাটের উন্নয়নে কাজ করতে পারবেন।

অপরদিকে, তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকী পুলিশকে দলদাস বলা প্রসঙ্গে জানান, পুলিশ সরকারি কর্মচারী, সরকারের নির্দেশে চলে। তৃণমূলের কথা শুনে চলে না।
অন্যদিকে, বিজেপির বালুরঘাটের প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, বালুরঘাটের মানুষ এর আগে বামপ্রার্থী যতীন চক্রবর্তী কে ভোট দেয়নি। হাই প্রোফাইল হলেই হয়না। মানুষের সাথে, মানুষের পাশে থাকতে হয়। বালুরঘাটের মানুষ ঠিক করবে, কাকে ভোট দেবেন।

সকাল হলেই বাড়ির সামনে বাঁশি বাজান গীতা লিপি করুণা স্বপ্না ও কবিতারা

Related News

Back to top button