রাজ্য

চা বলয়ের যুব সমাজকে স্বনির্ভর করতে এগিয়ে এল সীমা সুরক্ষা বল

পিছিয়ে পড়া চা বলয়ের যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে অভিনব উদ্যোগ সীমা সুরক্ষা বলের৷ বিভিন্ন রকমের কারিগরি শিক্ষার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলেন তাঁরা৷

 

Bengal Live আলিপুরদুয়ারঃ চা-বলয়ের মানুষকে আরও স্বনির্ভর করতে উদ্যোগী হল এসএসবি জওয়ানরা। বৃ্হস্পতিবার এসএসবি ৩৪ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রহিমাবাদ চা-বাগান এলাকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে শুরু হল একাধিক প্রশিক্ষণ শিবির। এদিন রহিমাবাদ চা-বাগান এলাকার ১২ নম্বর এসএসবি ক্যাম্পে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হয় ।

এলাকার মহিলাদের জন্য বিউটিশিয়ান, ছেলেদের জন্য মোটর ড্রাইভিং, ইলেকট্রিক যন্ত্রাংশ মেরামতের প্রশিক্ষণ এবং কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয় ।

এদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন এসএসবির ডিআইজি পারশিট বিহারী, কমাণ্ড্যান্ট রাজেশ কুমার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন এলাকার শিক্ষক মহম্মদ আবদুল গনি সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

এই বিষয়ে শিক্ষক মহম্মদ আবদুল গনি বলেন, চা-বলয়ের মানুষদের আমরা আরও স্বনির্ভর করতে চাই। তাই পিছিয়ে পড়া ছেলেমেয়েদের খোঁজ করে তাঁদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করা হয়েছে। কম্পিউটার এই সময় খুবই গুরুত্বপূর্ণ। তাই ছেলে মেয়েদের কম্পিউটার ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। কোর্স সমাপ্ত হলে তাঁদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে।

Related News

Back to top button