রাজ্য

সরকার অনুমতি না দেওয়ায় ২রা অক্টোবর শিলিগুড়িতে বসছে না জাতির জনকের মূর্তি

জাতির জনকের মূর্তি স্থাপন কর্মসূচি বাতিল করল শিলিগুড়ি পুর কর্পোরেশন। আগামী ২রা অক্টোবর মূর্তি স্থাপনের পরিকল্পনা ছিল।

Bengal Live শিলিগুড়িঃ রাজ্য সরকারের অনুমতি না মেলায় শিলিগুড়িতে বসছে না মহাত্মা গান্ধীর মূর্তি। মঙ্গলবার শিলিগুড়ি কর্পোরেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করলেন প্রশাসক তথা বিধায়ক অশোক ভট্টাচার্য৷ তাঁর অভিযোগ, পূর্ত মন্ত্রী দুইদিনের মধ্যে মূর্তি বসানোর অনুমতি দেবেন বলে আশ্বাস দিলেও এখনও তা মেলেনি। ফলে জাতির জনকের মূর্তি না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পর্যটনে গতি আনতে তিন এক্সপ্রেস ট্রেন চালু করার দাবি

জানা গেছে, শিলিগুড়ি ডাকঘর সংলগ্ন এলাকায় একটি জায়গা বেছে নেওয়া হয়েছিল জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি স্থাপন করার জন্য। ঠিক ছিল আগামী ২রা অক্টোবর মহাত্মা গান্ধীর দেড়শো তম জন্মদিনে মূর্তি উন্মোচন করা হবে। অশোক ভট্টাচার্যের অভিযোগ, কর্পোরেশনের এই উদ্যোগের বিরোধীতা করে পূর্ত দপ্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। এরপর রাজ্যের পূর্ত মন্ত্রীর কাছে বিষয়টি জানালে তিনি দুই দিনের মধ্যে অনুমতি দেওয়ার আশ্বাস দেন। তবে এখনও সেই অনুমতি মেলেনি। অশোক ভট্টাচার্যের দাবি, এই ভাবে গান্ধীজিকে নিয়ে টানাহেঁচড়া করতে আমরা চাই না। তাই এদিন আমরা মূর্তি স্থাপন কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।

টোটো চালিয়েই দেশের উপরাষ্ট্রপতির নজরে উদাহরণ হয়ে উঠলেন শিলিগুড়ির মুনমুন

Related News

Back to top button