রাজ্য

একই দিনে ১০ মনীষীর মূর্তি উন্মোচন শিলিগুড়িতে

মনীষীদের অবদান ভুলতে বসেছে নতুন প্রজন্ম। গান্ধী জয়ন্তীতে একসাথে ১০ জন মনীষীর মূর্তি উন্মোচন শিলিগুড়িতে৷

অবশেষে খুলে গেল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক

Bengal Live শিলিগুড়িঃ মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মদিনে একগুচ্ছ মহাপুরুষের মূর্তি উন্মোচন শিলিগুড়ির সূর্যসেন পার্কে। এদিন শিলিগুড়ি সূর্যসেন পার্কে ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১০ টি মূর্তি উন্মোচন করলেন বিশিষ্ট শিক্ষাবিদ গৌরীশঙ্কর ভট্টাচার্য।

বর্তমান প্রজন্মকে বাংলার মনীষীদের সঙ্গে পরিচিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হেনরি লুই ভিডিয়ান ডিরোজিও, মাইকেল মধুসূদন দত্ত সহ আরো অনেকের মূর্তি উন্মোচন করা হয় একই দিনে। এই অনুষ্ঠানে মূর্তি উন্মোচনের পাশাপাশি বৃক্ষরোপন উৎসবও পালন করা হয়।

বিদ্যালয়ের শৌচালয় থেকে উদ্ধার বিশালাকার কিং কোবরা

পুর প্রশাসক অশোক ভট্টাচার্য জানান, বর্তমান সময়ে এই মনীষীদের অবদান ভুলতে বসেছে নতুন প্রজন্ম, তাই তাদের সঙ্গে পরিচিত করার লক্ষ্যেই এই উদ্যোগ। আগামীতে আরও বেশ কিছু মনীষীদের মূর্তি স্থাপনের চিন্তাভাবনা রয়েছে।

Related News

Back to top button