মূর্তি চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল যুবক, পোলে বেঁধে মার

মূর্তি চুরি করে পালাতে গিয়ে ধৃত এক। ইলেকট্রিক পোলে বেঁধে রাখার অভিযোগ মালদায়।
Bengal Live মালদাঃ পাথরের মনসা মূর্তি চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়লো এক যুবক। ইলেকট্রিক পোলে বেঁধে যুবককে মারধরের অভিযোগ উঠেছে।
রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের কানির মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় ওই যুবককে।
মালদা শহরের কানির মোড় এলাকায় রয়েছে একটি পাথরের মূর্তির দোকান। বিভিন্ন দেবদেবীর মূর্তি বিক্রি হয় সেখানে। রবিবার সকালে একটি মূর্তি চুরি করে পালানোর অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ইলেকট্রিক পোলে বেঁধে রাখে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম নিলু দাস(৩২)। বাড়ি মালদা শহরের মিরচক এলাকায়।
দোকান মালিক সুশান্ত দাস জানান, তাঁর দোকানের কর্মচারীর কাছ থেকে বিষয়টি জানতে পারেন তিনি।
ধৃত যুবকের কথায় অসঙ্গতি রয়েছে। তিনি বলেন, যে মনসা মূর্তিটি চুরি হচ্ছিল তার বাজার মূল্য ২৩ হাজার টাকা। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।