রাজ্য

ফাঁকা রাস্তায় বনধ সমর্থকদের ক্রিকেট,অল্প যাত্রী নিয়েই ছুটল সরকারি বাস

হেলমেট পড়েই বাস চালালেন সরকারি বাসের চালকরা। ছিল গুটি কয়েক যাত্রী৷ সকাল থেকেই পথে নেমেছেন বনধ সমর্থকরা।

দেশব্যাপী বনধ, রায়গঞ্জে মিছিল বামেদের

Bengal Live জলপাইগুড়ি-আলিপুরদুয়ারঃ দেশ ব্যাপি ধর্মঘটের সকাল থেকেই রাস্তায় নামতে দেখা গিয়েছে বাম-কংগ্রেসকে। ধর্মঘটের সমর্থনে মিছিল হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই। রায়গঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বনধ সমর্থকরা৷ ধর্মঘটের সমর্থনে বাইক মিছিল করতে দেখা যায় কংগ্রেস নেতা কর্মীদের৷ মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরেও সকাল থেকে ছিল একই চিত্র। তবে জলপাইগুড়ি জেলায় ধরা পড়ল বনধের অন্য চিত্র।

প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা

বনধের সমর্থনে মিছিলের পাশাপাশি জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে বনধ সমর্থকদের দেখা গেল অন্য ভূমিকায়৷ দলীয় পতাকা হাতে নিয়ে ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলায় মেতে উঠলেন বাম কর্মী-সমর্থকরা। এদিকে অল্প কয়েকজন যাত্রী নিয়েই চলাচল করল সরকারি বাস। মাথায় হেলমেট পড়ে বাস চালাতে দেখা গিয়েছে সরকারি বাস চালকদের৷ তবে বেসরকারি যানবাহন এদিন রাস্তায় নামেনি। জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও এদিন বনধের একই চিত্র দেখা গিয়েছে৷ রাস্তাঘাট কার্যত ফাঁকা। দোকানপাট, বাজার কিছুই খোলেনি এদিন। সরকারি বাস চললেও যাত্রী ছিল গুটি কয়েক। আলিপুরদুয়ার জেলাতেও বেসরকারি যানবাহনের দেখা কার্যত মেলেনি। এদিকে ধর্মঘটকে কেন্দ্র করে যে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া পুলিশি প্রহড়া দেখা গিয়েছে সব কটি জেলাতেই।

ডিমের খোসার অবাক করা পাঁচ উপকারিতা

Related News

Back to top button