রাজ্য

আমফানের প্রভাবে প্রবল বৃষ্টির সতর্কতা গৌড়বঙ্গে

আমফানের প্রভাবে রাত থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হবে গৌড়বঙ্গের তিন জেলায়৷ পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দিনভর উত্তরবঙ্গের সবকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস

Bengal Live রায়গঞ্জঃ আমফানের প্রভাবে রাত থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হবে গৌড়বঙ্গের তিন জেলায়৷ বৃহস্পতিবার দিনভর উত্তরবঙ্গের সবকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ার কথাও জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।

বুধবার সকাল থেকেই আয়লা, বুলবুলকে ছাপিয়ে বিধ্বংসী দাপট দেখানো শুরু করেছে আমফান। সময় যত গড়িয়েছে ততই লণ্ডভণ্ড অবস্থা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার। বুধবার রাতে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সর্বনাশ হয়ে গিয়েছে। প্রায় ধ্বংস হয়ে গিয়েছে দুই চব্বিশ পরগনা। ব্যাপক ক্ষতি পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায়। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা।”

উত্তরবঙ্গেও আমফানের প্রভাব পড়তে চলেছে। বুধবার রাত থেকেই ক্রমশ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। মালদা, দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ব্যাপক বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে৷

Related News

Back to top button