রাজ্য

২২ দিনের যুদ্ধে সফলতা, করোনা জয়ী ৯৯-এর ‘যুবতী’

করোনা জয়ী ৯৯ বছরের বৃদ্ধা। করোনা নিয়ে চরম উদ্বেগের মাঝে এই খবর স্বস্তির বার্তা দিচ্ছে।

 

Bengal Live কোচবিহারঃ করোনাকে জয় করে ঘরে ফিরলেন ৯৯-এর বৃদ্ধা। টানা ২২ দিনের যুদ্ধ শেষে, শেষ হাসি হাসলেন আরতী ভট্টাচার্য। উত্তরীয় পরিয়ে বৃদ্ধাকে কুর্নিশ জানাল কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য কর্মীদের থেকে শুরু করে খুশি বৃদ্ধার পরিবার।

 

কোচবিহারের দক্ষিণ খাগড়াবাড়ি এলাকার বাসিন্দা আরতী ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়েছিলেন গত ২৯ এপ্রিল। শ্বাসকষ্ট নিয়ে কোচবিহার এমজেএন হাসপাতাল ও মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে ভর্তি হন তিনি। ফুসফুসে সংক্রমণ ছিল আরতী দেবীর। ৯৯ বছরের বৃদ্ধাকে করোনা থেকে সুস্থ করে তোলার কাজ মোটেও সহজ ছিল না। তবে চ্যালেঞ্জটা নিয়েছিলেন চিকিৎসক ও নার্সরা।

এরপর টানা প্রায় ২২ দিনের লড়াই। জানা গেছে, ফুসফুসে সংক্রমণের জেরে শ্বাসকষ্ট শুরু হয় বৃদ্ধার৷ অক্সিজেন সাপোর্টে রাখা হয় তাঁকে। ধীরে ধীরে শ্বাসকষ্ট জনিত সমস্যা মেটে আরতী দেবীর। বাকশক্তিও পুনরায় ফিরে পাচ্ছিলেন তিনি। এরপরেই কোভিড টেস্ট করানো হয় বৃদ্ধার৷ আর তাতেই মেলে স্বস্তি। নেগেটিভ রিপোর্ট আসে ৯৯ বছরের প্রৌঢ়ার।

আরতী দেবীর ছেলে প্রবীর ভট্টাচার্য বলেন, চিকিৎসক, নার্সদের লাগামছাড়া পরিশ্রমের জেরেই আমরা মা-কে আজ সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার দিব্যেন্দু দাস জানান,  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বৃদ্ধা। টানা ২২ দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। উঁনি সুস্থ হয়ে বাড়ি ফেরাতে আমরা সকলেই খুশি।

Related News

Back to top button