রাজ্য

চিতা বাঘের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত

জানা গিয়েছে, মৃত পুরুষ চিতা বাঘটির আনুমানিক ৩/৪ বছর। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে হচ্ছে ময়নাতদন্ত।

৩৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার তিন

Bengal Live আলিপুরদুয়ারঃ চিতাবাঘের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ভারত-ভুটান সীমান্তে অবস্থিত মাকরাপাড়া চা বাগানে। জানা গিয়েছে, বুধবার সংশ্লিষ্ট চা বাগানের ২৯ নং সেকশনে মৃত চিতাবাঘ টিকে পরে থাকতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

বনদপ্তরকে খবর দিলে বন দপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা মৃত চিতাটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে চিতাবাঘটির মৃত্যুর কারণ জানা যায়নি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত পুরুষ চিতা বাঘটির আনুমানিক ৩/৪ বছর।

খাদ্যতালিকা থেকে বাদ দিচ্ছেন আলু? পরিমান বুঝে নির্ভয়ে খান ,কমবে হজম ও ত্বকের সমস্যা

এই প্রসঙ্গে বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁওয়ের রেঞ্জার দোরজি শেরপা জানান, “মাকরাপাড়া চা বাগান থেকে একটি মৃত চিতা বাঘ উদ্ধার হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানান তিনি।”

Back to top button